Bangla News: 'মার, মার, মার...', সবংয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন নাবালককে! গ্রেফতার তৃণমূল নেতা

Last Updated:

Bangla News: মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার এক নাবালাক কারোও বাড়িতে চুরি করেছে বলে অভিযোগ ওঠে এলাকায়।

সবং: চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ মোট ৫ জন। সবংয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। চুরি করার অভিযোগে এক নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে।
যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ নং ডাডরা গ্রাম পঞ্চায়েতের বড়চাহারা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার এক নাবালাক কারোও বাড়িতে চুরি করেছে বলে অভিযোগ ওঠে এলাকায়। তারপরেই তাকে সেলুন দোকানে নিয়ে গিয়ে ন্যাড়া করা হয় বলেও অভিযোগ। তারপর তাকে মারধর করা হয়৷ বুধবার সকালে তার বাড়ির সামনেই মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ।
advertisement
advertisement
এই ঘটনার পর মৃত নাবালকের পরিবারের পক্ষ থেকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের করে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই এলাকার তৃনমূল পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জনকে গ্রেফতার করে সবং থানার পুলিশ৷
advertisement
বৃহস্পতিবার দুপুরে তাদের তোলা হয় মেদিনীপুর আদালতে। অপরদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত বলেন, এই ঘটনা নিন্দনীয়, আইন আইনের পথে চলবে,অভিযোগ প্রমানিত হলে দল ওই পঞ্চায়েত সদস্যের পাশে দাঁড়াবে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'মার, মার, মার...', সবংয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন নাবালককে! গ্রেফতার তৃণমূল নেতা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement