Home /News /kolkata /

বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯

বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯

Biswa Bangla Logo

Biswa Bangla Logo

বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগে ধৃত বিজেপি নেতা সহ ৯

 • Share this:

   #কলকাতা: ভিআইপি রোডের পাশে বিশ্ববাংলা লোগোতে কালি দেওয়ার অভিযোগ। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতি মণিকাঞ্চন পাল। ধৃতদের এদিন বিধাননগর আদালতে তোলা হবে।

  ভিআইপি রোডের পাশে বিশ্ববাংলার সমস্ত লোগোতেই লেপে দেওয়া হয়েছে আলকাতরা ৷ বিষয়টি নজরে আসতেই প্রবল উত্তেজনা ছড়ায় ৷ পুলিশে অভিযোগ দায়ের হলে লোগোতে কালি লেপার সন্দেহে গ্রেফতার করা হয় উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতি মণিকাঞ্চন পাল সহ নয় জনকে ৷

  ১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় বিশ্ববাংলা লোগোর স্বত্ত্ব কার সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ তারপর থেকেই বিশ্ববাংলা লোগো ইস্যুতে প্রতিবাদ কর্মসূচী শুরু করেন বিজেপির ছাত্র-যুব সংগঠন ৷ সায়েন্স সিটি মোড়ে বিশ্ব বাংলা লোগো বলের সামনেও প্রতিবাদ বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এর মধ্যে বাগুইহাটি- কেষ্টপুরে সংলগ্ন ভিআইপি রোডে সমস্ত হোডিং লোগোতে কালি লেপে দেওয়ার ঘটনাটি ঘটে ৷

  First published:

  Tags: Biswa Bangla, Black ink painted on biswa bangla logo

  পরবর্তী খবর