'আমাকে হেনস্থা করা হলেও কোনও পদক্ষেপ নেন নি উপাচার্য', সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার

Last Updated:

বিজেপি নেত্রীর দাবি, তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা চলেছে যাদবপুরে। তিনি জানান, কোনও রকমে হেনস্থার বাধা পেরিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পেরেছিলেন ।

#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বাবুল। চশমা খুলে যায় তাঁর। রাজ্যপাল ফোন করেন উপাচার্যকে। পরিস্থিতি সামলাতে এসে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন উপাচার্য। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় উপাচার্যকে। এই চরম হেনস্থার শিকার হতে হয়েছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কেও।
বৃহস্পতিবারের এই ঘটনার পর তিনি সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে পোস্ট করে এই কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি, আর যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য। বিজেপি নেত্রীর দাবি, তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা চলেছে যাদবপুরে। তিনি জানান, কোনও রকমে হেনস্থার বাধা পেরিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পেরেছিলেন বৃহস্পতিবার।
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সকলকে এই প্রতিবাদ মিছিলে যোগদানের আবেদন করে ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমাকে হেনস্থা করা হলেও কোনও পদক্ষেপ নেন নি উপাচার্য', সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement