ভোররাতে আচমকা ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ অগ্নিমিত্রা পল! এখন কেমন আছেন বিজেপি নেত্রী?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোকের কারণে ইএম বাইপাসের বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন, ডক্টর অমিত হালদারের তত্ত্বাবধানে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে.
কলকাতা: আচমকা গুরুতর অসুস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে গতকাল গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। ব্রেন স্ট্রোক হয় তাঁর।
advertisement
গতকাল ভোররাতে অসুস্থ হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছিল। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। স্নায়ুরোগ বিশেষজ্ঞ অমিত হালদারের তত্ত্বাবধানে ভর্তি হন তিনি। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাতে ঘুম ঠিক হয়েছে। সকালে এম আর আই, সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। আপাতত তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
advertisement
প্রসঙ্গত গত ২১ অগাস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। আসানসোল থেকে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। সে সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অগ্নিমিত্রাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আট দিন তাঁকে হাসপাতালে থাকতে হয়। ২৮ অগাস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তারপর আসানসোল দক্ষিণের বিধায়ক ফের কাজে নেমে পড়েন। বিধানসভার অধিবেশনে তিনি ভাষণও দেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে সাসপেন্ড করার পরে তিনি অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। শুক্রবার ভোর থেকে অসুস্থ বোধ করতে থাকেন। তবে আপাতত তিনি স্থিতিশীল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 1:18 PM IST