Panchayat Elections: উৎসবের মরশুমে জনসংযোগ, পুজো শেষে দুর্নীতি ও কৃষক আন্দোলনকে হাতিয়ার করে  আন্দোলন, তৈরি বিজেপির স্ট্র্যাটেজি

Last Updated:

কলকাতায় গেরুয়া শিবিরের দুদিনের সাংগঠনিক মেগা বৈঠক।  দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিন  তিন দফায় আলাদা আলাদা করে  দীর্ঘ বৈঠক হয়।

Panchayat Election 2023
Panchayat Election 2023
#কলকাতা: গ্রাম যার বাংলা তার। আগামী বছর পশ্চিমবঙ্গে গ্রাম দখলের লড়াই। পঞ্চায়েত ভোট। গ্রামের ভোটে ফসল তুলতে পদ্মের নজর কৃষিতে। লক্ষ্য কৃষক আন্দোলনকে হাতিয়ার করা।পাখির চোখ পঞ্চায়েত ভোট।বিজেপির নজরে কৃষি। হাতিয়ার কৃষক আন্দোলন। গেরুয়া শিবিরের দাবি, অনেক কৃষকই আত্মহত্যা করছে। সরকারের থেকে মিলছে শুধুই বঞ্চনা। আগামী বছর গ্রামের ভোট। পঞ্চায়েতে পাঙ্গা। গ্রামে ফসল তুলতে বিজেপির নজরে এবার কৃষি।
পঞ্চায়েতের আগে কৃষক দরদী ভাবমূর্তি গড়ে তুলতে চাইছে বঙ্গ বিজেপি। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুর পাশাপাশি রাজ্যে কৃষক বঞ্চনার অভিযোগ নিয়েও আন্দোলন করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুজোর পরেই কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম। কৃষক আন্দোলনে ভর করে এক সময় রাজ্যে পালাবদলের সিঁড়ি চড়ে তৃণমূল। এবার সেই তৃণমূলকে টেক্কা দিতে বিজেপিও অস্ত্র করতে চাইছে কৃষক আন্দোলনকেই। দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিন রবিবার প্রথম দফায় রাজ্য কমিটির পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এই বৈঠকে সুনীল বনসল-মঙ্গল পাণ্ডেরা বুঝিয়ে দেন, গ্রামে পদ্ম ফোটাতে কৃষক আন্দোলনকেই পাখির চোখ করতে হবে।
advertisement
advertisement
বছর গড়ালেই পঞ্চায়েত ভোট। বঙ্গ বিজেপি চায়, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তেইশের পঞ্চায়েত ভোটও হোক পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এ নিয়ে এখন থেকেই তৎপর হোক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমনটাই আর্জি জানিয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিন  তিন দফায় আলাদা আলাদা করে  দীর্ঘ বৈঠক হয়। প্রথমে রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে পরবর্তীকালে দলীয় বিধায়কদের সঙ্গে এবং পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী ও অন্যান্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। পর্যায়ক্রমে যে বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতৃত্ব।
advertisement
VENKATESWAR  LAHIRI
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Elections: উৎসবের মরশুমে জনসংযোগ, পুজো শেষে দুর্নীতি ও কৃষক আন্দোলনকে হাতিয়ার করে  আন্দোলন, তৈরি বিজেপির স্ট্র্যাটেজি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement