বাইরে পুলিশ, ভিতরে চলছে ছট পুজো, সরোবর কাণ্ডে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তোপ দাগল বিজেপি

Last Updated:
#কলকাতা: নিয়ম ছিল ৷ নিষেধাজ্ঞাও ৷ আদালতের রায়ও পক্ষে ছিল ৷ কিন্তু তাতেও রক্ষা পেল না পরিবেশ ৷ প্রতি বছরের মতোই এবারেও দূষিত হল রবীন্দ্র সরোবর ৷ রাতভর পুজো, ব্যান্ড পার্টি, শব্দবাজির মধ্যেই ধূমধাম করে পালিত হল ছট ৷
কিন্তু কেন ব্রিন বেঞ্চের রায় থাকা সত্ত্বেও আটকানো গেল না রবীন্দ্র সরোবরের ছট পুজো ৷ প্রশাসনের এই ব্যর্থতাই এর জন্য দায়ী বলে সুর চড়াচ্ছে রাজ্য বিজেপি ৷ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য এ দিন বলেন, ‘এটা প্রশাসনের ব্যর্থতা ৷ প্রশাসন আর দলের মধ্যে যে সূক্ষ্ম ফারাকটা ছিল তাও মুছে ফেলেছে ৷ ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই বোঝে না সরকার ৷’
advertisement
এ ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য তৃণমূলের মহাসচীব পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি এড়িয়ে যান ৷ তিনি বলেন, ‘বিষয়টি দেখার দায়িত্ব ছিল কলকাতা পুরসভার ৷ সুতরাং এ ব্যপারে তাঁদের প্রশ্ন করলে ভাল ৷ আমি কিছু বলতে পারব না ৷’
advertisement
তবে তৃণমূল নেতা মনদন মিত্র বলেন, ‘আমাদের সরকার মানুষের জন্য কাজ করে ৷ আর নিয়ম-কানুন সবই তো মানুষের জন্য ৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাইরে পুলিশ, ভিতরে চলছে ছট পুজো, সরোবর কাণ্ডে প্রশাসনের ব্যর্থতা নিয়ে তোপ দাগল বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement