Sandeshkhali: আজ সন্দেশখালিতে যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এই টিম আজ সন্দেশখালিতে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অত্যাচার, হুমকি-সহ যে সমস্ত অভিযোগ উঠেছে সে ব্যাপারে অনুসন্ধান চালাবেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, শুক্রবার সন্দেশখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বৃহস্পতিবার কলকাতায় এসে উপস্থিত হয়েছেন টিমের সদস্যরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে ইতিমধ্যেই গঠিত হয়েছে ছয় সদস্যের বিশেষ কমিটি। এই টিম আজ সন্দেশখালিতে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অত্যাচার, হুমকি-সহ যে সমস্ত অভিযোগ উঠেছে সে ব্যাপারে অনুসন্ধান চালাবেন।
দিল্লিতে ফিরে গিয়ে জেপি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। জে পি নাড্ডার নির্দেশে দলীয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গঠিত ৬ সদস্যের টিমে রয়েছেন উত্তর প্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি ব্রিজ লাল, সুনিতা দুগগল, প্রতিমা ভৌমিক, কবিতা পতিদার অন্নপূর্ণা দেবী এবং সঙ্গীতা যাদব। গত কয়েকদিন ধরেই সন্দেশখালি ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তাল। সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি। বিধানসভার ভেতর ও বাইরে ঝড় তোলেন বিজেপি বিধায়করা। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও পথে নামে। শাসক দল ও পুলিশকে নিশানা করে গর্জে ওঠে নানা মহল।
advertisement
advertisement
আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সন্দেশখালি ইসুকে সামনে রেখে চিঠি লেখেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতা মন্ত্রীও সরব হন। আর এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তরফে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ সন্দেশখালি যাচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে কটাক্ষ করে বলা হয়েছে, ‘‘রাজ্য সরকারের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়া হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণেই সন্দেশখালিতে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 7:38 AM IST