BJP: পদ্মে অনুপম অস্বস্তি অব্যাহত, 'ডাল মে কুছ কালা হ্যায়', বলছেন রাজ্য সভাপতি সুকান্ত

Last Updated:

BJP: এর আগে অনুপম হাজরার বিস্ফোরক বক্তব্য করে বলেন, 'নাড্ডা এবং অমিত শাহ জিকে আমি আবেদন জানাবো যাতে আমার নিরাপত্তা বাড়ানো হয়।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: পদ্মে অনুপম অস্বস্তি অব্যাহত। বারবার বঙ্গ নেতৃত্বকে নিশানা অনুপমের। পাল্টা সুর চড়িয়েছেন সুকান্ত-শমীকরাও। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে পদ্মের কোন্দল প্রকট। ‘ডাল মে কুছ কালা হ্যায়’, বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুপম হাজরা প্রসঙ্গে বঙ্গ পদ্ম সভাপতি সুকান্ত মজুমদার বললেন,’ নেতা সে যে স্তরেরই হোক, সে যদি এমন কিছু বলে যে যাতে তৃণমূলের হাত শক্ত হয়। তাহলে ধরে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়।’
এর আগে অনুপম হাজরার বিস্ফোরক বক্তব্য করে বলেন, ‘নাড্ডা এবং অমিত শাহ জিকে আমি আবেদন জানাবো যাতে আমার নিরাপত্তা বাড়ানো হয়। কারণ এখানে অনেক ঘর শত্রু বিভিষণ রযেছে। কারণ তারা কখনও চায় না, অমিত শাহ জির বেঁধে দেওয়া ৩৫ আসনের লক্ষ্য পূরণ হোক’।  এ সব কিছুর সূত্রপাত বিশ্বভারতীর ফলক বিতর্ককে ঘিরে। মঙ্গলবার তৃণমূলের ধর্না মঞ্চের কাছে হাজির হন বিজেপির অনুপম হাজরা। তারপর তৃণমূলের সুরেই সরব হন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম।  তৃণমূলের মঞ্চে বিজেপির নেতা। এতে বিড়ম্বনায় পড়ে বঙ্গ বিজেপি। বেঁধে যায় তু তু ম্যায় ম্যায়।
advertisement
আরও পড়ুন – জাল নথি দিয়ে লাখ-লাখ টাকা লেনদেন, ‘আনসারুল্লা বাংলা’-র কর্মকাণ্ড দেখলে চমকে যাবেন
বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘উনি  নাড্ডাজিকে বলুন কিম্বা অন্য কাউকে। কোচবিহার থেকে  কাকদ্বীপ বিজেপির যে কর্মী যারা রয়েছেন, তাদের কাছে ওনার এধরনের বক্তব্যের কোনও গ্রহণ যোগ্যতা নেই। অনুপম হাজরা বলেছেন,’ আমার রিপোর্টিং বস হচ্ছে জেপি নাড্ডা। ওনার নির্দেশেই আমি জেলায় জেলায় ঘুরছি। প্রোটোকল অনুয়াযী আমি ওনাকে জানিয়েছি। এবং আগামী দিনে দেখতে পাবেন কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।’
advertisement
advertisement
বিজেপির রাজ্য সভাপতি  সুকান্তর পাল্টা, ‘ সম্পাদক মানে সে রাজ্যে দাপাদাপি করে বেরাতে পারে না। আমিও কোনও জেলায় গেলে আমাকে কোনও জেলা সভাপতিকে বলে যেতে হয়।’ তৃণমূলে মঞ্চে অনুপম হাজরার যাওয়া নিয়ে এ ভাবেই বিজেপির কোন্দল প্রকাশ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে, বুধবার বিজেপির মঞ্চেই উঠতে পারেননি অনুপম। বীরভূমের খয়রাশোলে বিজয়া সম্মিলনী ঘিরে এ দিন তুলকালাম হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: পদ্মে অনুপম অস্বস্তি অব্যাহত, 'ডাল মে কুছ কালা হ্যায়', বলছেন রাজ্য সভাপতি সুকান্ত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement