Exclusive: জাল নথি দিয়ে লাখ-লাখ টাকা লেনদেন, ‘আনসারুল্লা বাংলা’-র কর্মকাণ্ড দেখলে চমকে যাবেন
- Published by:Uddalak B
- Written by:Sourav Tewari
Last Updated:
Exclusive: এই পাঁচজনের মধ্যে মহম্মদ হাবিবুর রহমান ওরফে হাবিব নামে এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা এই জঙ্গি সংগঠনের কথা জানতে পারেন বলেই গোয়েন্দা সূত্রে খবর।
কলকাতা: কার্যত জামতাড়া গ্যাং-এর মতো জাল নথি সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রীতিমতো বিদেশি লেনদেন করছে আল-কায়েদার হয়ে কাজ করা আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। জিজ্ঞাসাবাদে এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। বাংলাদেশ থেকে এসে ভারতে ভুয়ো পরিচয়পত্র দিয়ে ভোটার আধার অথবা প্যান কার্ড তৈরি করে ফেলছে নিমেষেই। পাশাপাশি এই জাল নথি দিয়ে খুব সহজেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে জঙ্গিরা। বেশ কয়েক সপ্তাহ আগেই তুই আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ৷ তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, মহারাষ্ট্রের পুণে থেকে পাঁচজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছিল গোয়েন্দারা। এই পাঁচজনের মধ্যে মহম্মদ হাবিবুর রহমান ওরফে হাবিব নামে এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা এই জঙ্গি সংগঠনের কথা জানতে পারেন বলেই গোয়েন্দা সূত্রে খবর। তদন্তে উঠে আসে ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠন মহারাষ্ট্রের পুণেতে নিজেদের নতুন মডিউল তৈরি করার চেষ্টা করছে। এই সমস্ত জঙ্গিরা মূলত পেশায় শ্রমিক কিন্তু গোয়েন্দা সূত্রে খবর এই পেশার আড়ালে সংগঠনকে মজবুত করতে অন্যান্য পরিযায়ী শ্রমিকদের মধ্যে মিলেমিশে তাদেরকে ব্রেনওয়াশ করে নিজেদের দলে যোগদান করাতো।
advertisement
জেরায় উঠে এসেছে একাধিক শ্রমিকদের কাছ থেকে তাদের পরিচয় পত্র সংগ্রহ করার পর তাদের নামে ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বিদেশ থেকে বিভিন্ন মূল জঙ্গি সংগঠনগুলির কাছ থেকে অর্থ আদান-প্রদান করত এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা।
advertisement
বেশ কিছু সময় আল কায়দা-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের কাছ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের অ্যাকাউন্টে টাকাও আসত, এমনটাই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে। গোয়েন্দা সূত্রে খবর, এই রাজ্যে-সহ গোটা দেশে একসময় জেএমবি সংগঠনের জাল বিস্তার হয়েছিল। খাগড়াগড়ের বিস্ফোরণের পর তাদের সংগঠন ভেঙে গিয়েছিল৷ পাশাপাশি লাগাতার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল৷ তারপর থেকেই আনসারুল্লা বাংলা টিমের মতো বিভিন্ন ছোট জঙ্গি সংগঠনগুলি নিজেদের সংগঠন গোছানোর চেষ্টা করে।
advertisement
যদিও গোয়েন্দাদের অভিযানের কারণে বারবার তাদের কাজ বিফল হয় এবং গোয়েন্দারা একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে। মহারাষ্ট্রের পুণে-সহ দক্ষিন ভারতের কেরলের পাশাপাশি এরা যে তাদের ঘাঁটি গড়তে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, আনসারুল্লাহ বাংলা টিম। কিন্তু গোয়েন্দাদের কড়া নজরদারির কারণে জঙ্গি সংগঠনগুলি কার্যত ঝিমিয়ে, ভেঙে পড়েছে বলেই গোয়েন্দাদের দাবি।
advertisement
কেন্দ্রীয় গোয়েন্দার এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আনসারুল্লা বাংলার টিম সংগঠনের সঙ্গে আল কায়দা জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে, ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে প্রায় ১১ জন আল-কায়েদা সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রায় দু’বছর আগে গ্রেফতার করেছিল এনআইএ৷ সেই সময় থেকেই এ রাজ্যে শিকড় গড়তে মরিয়া একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা। যদিও গোয়েন্দাদের দাবি তীক্ষ্ণ নজরদারি এবং অভিযানের কারণে এই রাজ্যে শিকর গড়তে বিফল এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এমনটাই গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 9:22 AM IST