#কলকাতা: অনুপম হাজরার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব? অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে সেরকমই ইঙ্গিত। অনুপম হাজরার বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "এটা ওনার ব্যক্তিগত মত। বিভিন্ন জন, বিভিন্ন ভাবে মূল্যায়ন করেন। কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে বিষয়টি। তাঁরা বিষয়টি দেখছেন।"
প্রসঙ্গত, কোনও রাখঢাক না রেখে, একেবারে সরাসরি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সুকান্তর 'ব্যক্তিত্ব নেই', এমনকি তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কথায় চলেন বলেও সংবাদ মাধ্যমে মন্তব্য করেন তিনি। দলের রাজ্য সংগঠনের নেতাদের সমালোচনার পাশাপাশি দলের ভবিষ্যতবাণীও করেন অনুপম। তাঁর সেই ভবিষ্যতবাণী বিজেপির জন্য অশনিসঙ্কেত বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ চাকরী প্রার্থীদের জন্য বিরাট খবর! পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট! মিলল স্পষ্ট আভাস
আরও পড়ুনঃ প্রাথমিক টেটকাণ্ডে আরও চাপে মানিক, 'দুর্নীতি ফাঁস হবে', বিস্ফোরক সুকান্ত
অনুপমের মতে, বর্তমানে দলীয় সংগঠন যেভাবে চলছে, তাতে বিধানসভায় ২০০ আসন পাওয়ার স্লোগান ভুলে গিয়ে সেই ৭৭-এ আটকে থাকতে হবে। অনুপম বলেন, "রাজ্য বিজেপি সভাপতির মধ্যে ব্যক্তিত্ব থাকা প্রয়োজন। কিন্তু ওনার তা নেই। সভাপতি যদি 'সংগঠন বাবু'র কথায় ওঠেন-বসেন, তাহলে মুশকিল।" সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম আরও বলেন, "যেভাবে সংগঠন চলছে, 'অবকি বার দুশো পার' স্লোগান আগে যেমন ৭৭ আসনেই আটকে গিয়েছিল, আবারও সেটাই হবে। এই সংগঠন দিয়ে কিছুই হবে না। এরপরেও যদি কখনও ক্ষমতায় আসে, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য ক্ষমতায় এসেছে, বিজেপির সংগঠনের কারণে নয়।" আর অনুপম হাজরার প্রকাশ্যে এই মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরে ঝড় বইতে শুরু করেছে।
বিজেপি সূত্রের খবর, প্রকাশ্যে যেভাবে অনুপম হাজরা বাংলার দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তাতে রীতিমত বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, আগামী দিনে অনুপম যেন আর এই ধরনের বক্তব্য না রাখে সে ব্যাপারে দল কড়া ব্যবস্থা নিতে চলেছে, সেই ইঙ্গিত মিলেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যে।
VENKATESWAR LAHIRI
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Hazra, Sukanta Majumdar