Primary TET|| চাকরি প্রার্থীদের জন্য বিরাট খবর! পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট! মিলল স্পষ্ট আভাস

Last Updated:

Primary TET Recruitment Examination after Durga Puja 2022: পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। পুজোর পরে পরীক্ষা হলে, কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যেতে পারে, তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

#কলকাতা: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। পুজোর পরে পরীক্ষা হলে, কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যেতে পারে, তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
সূত্রের খবর, আনুমানিক পরীক্ষার্থীর সংখ্যা ধরে জেলাগুলিকে পরীক্ষা কেন্দ্রের তালিকা পাঠাতে বলা হয়েছে ইতিমধ্যেই। চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে (৯ সেপ্টেম্বর সম্ভাবনা), অর্থাৎ পুজোর আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি বৈঠকে বসতে পারে। সেই বৈঠকেই টেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই তার আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রতিটি জেলার, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোতেও চলবে একটানা বৃষ্টি! সপ্তাহান্তে মাটি হবে পুজোর শপিং! জানুন সর্বশেষ পূর্বাভাস
টেট কমিটি সূত্রে খবর, টেট পরীক্ষার ক্ষেত্রে আবেদন পত্র নেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বেশ কিছু বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কী সেই বদল, তা এখনও জানা যায়নি। তবে পরীক্ষা যে  এ বারে হবে, তার নির্দেশ মিলেছে।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, "প্রস্তুতি চলছে। আমরা ধারণা তৈরি করতে চাই, কত পরীক্ষা কেন্দ্র পেতে পারি। কারণ আমরা মনে করছি টেট-এ কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তাই সব দিক খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব। দ্রুত পরীক্ষার দিনক্ষণ জানানো ।হবে।"
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary TET|| চাকরি প্রার্থীদের জন্য বিরাট খবর! পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট! মিলল স্পষ্ট আভাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement