Bangla Bandh: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার

Last Updated:

বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে পুলিশের জুলুমের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷

কলকাতা: আগামিকাল, বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ এ দিন নবান্ন অভিযানের পর এই ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বনধকে সর্বাত্মক করার আহবান জানিয়েছেন তিনি৷ বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে৷ নবান্ন অভিযানে সাধারণ মানুষের উপর পুুলিশের লাঠিচার্জ এবং বলপ্রয়োগের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হয়েছে৷
বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘এই বনধকে সর্বাত্মক করুন৷ স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন৷ মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন না৷ এর প্রতিবাদ করতে, বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আগামিকালের বনধকে সবাই সফল করুন৷’
advertisement
advertisement
আগামিকাল, বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে৷ সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা৷ সেদিনই বিজেপি বাংলা বনধের ডাক দেওয়ায় বুধবারও বড় অশান্তির আশঙ্কা থাকছে৷
বিজেপির বাংলা বনধ ব্যর্থ হবে বলে দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘বাংলা বনধের ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার৷ কাল কোনও বাংলা বনধ হবে না৷ বিজেপির মুখোশ খুলে গিয়েছে৷ সাধারণ মানুষ এই বনধ ব্যর্থ করবেন৷ বাংলা শান্ত রয়েছে, আরজি কর বিচ্ছিন্ন ঘটনা৷ একজন গ্রেফতার হয়েছে, সেটাও করেছে কলকাতা পুলিশ৷ বড় চক্রান্ত রয়েছে, কেউ ফাঁদে পা দেবেন না৷ বিজেপি রাজনৈতিক অরাজকতার প্লট তৈরি করেছে৷ মানুষের আবেগের অপব্যবহার করা হচ্ছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla Bandh: বুধবার বিজেপির ডাকে ১২ ঘণ্টার বাংলা বনধ, ঘোষণা করলেন সুকান্ত মজুমদার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement