#কলকাতা: সরকারি সম্পত্তি যারা নষ্ট করবে, তাদের গুলি করে মারবেন বলে হুমকি দিয়েছেন বিজেপি রাজসভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপের এই বিতর্কতি মন্তব্যের বিরোধিতা করলেন তাঁরই দলের সাংসদ ও কেন্দ্রের মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ বাবুলের বক্তব্য, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ৷
ঠিক কী বলেন দিলীপ? রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি রাজ্যসভাপতি বলেন, 'নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ৫০০-৬০০ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। কুকুরে মতো মেরেছি উত্তরপ্রদেশে৷ তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি। এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।'
BJP, as a party has nothing to do with what a DIlipGhosh may hv said•It is a figment of his imagination&BJP Govts in UP, Assam hv NEVER EVER resorted to shooting people for whatever reason whatsoever•Very irresponsible of DilipDa to hv said what he said https://t.co/aXF8pmJtAR
— Babul Supriyo (@SuPriyoBabul) January 13, 2020
দিলীপের এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা ওঠে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, 'দিলীপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন৷ ওঁর মন্তব্যকে দল সমর্থন করে না৷ কোথাও কাউকে গুলি করে মারা হয়নি৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, CAA NRC protest, Dilip Ghosh