BJP Meeting In Kolkata: শাহ সভা ভরাতে প্রচার, মিছিলে ঝড় তুলেছে বিজেপি, তৃণমূল শহর মুড়েছে বিরোধী ব্যানার, পোস্টারে
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
BJP Meeting In Kolkata: তবে এই পোস্টারের পাশেই আলাদা ভাবে দেখা যাচ্ছে আরও একটি পোস্টার। তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের তরফে পাল্টা এই পোস্টার মঙ্গলবার রাতে লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে।
কলকাতা: অমিত শাহের সভা ভরাতে জোরদার প্রচার অভিযান চালিয়েছে বিজেপি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বঞ্চিত রাজ্যবাসীর হয়ে প্রতিবাদ সভা ধর্মতলায়। এই সভাকে কেন্দ্র করে উন্মাদনা রয়েছে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টারে পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে অমিত শাহের নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিচ্ছে বিজেপি।
তবে এই পোস্টারের পাশেই আলাদা ভাবে দেখা যাচ্ছে আরও একটি পোস্টার। তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের তরফে পাল্টা এই পোস্টার মঙ্গলবার রাতে লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। সাদা রঙের এই পোস্টারে নজর কাড়ছে একটি হ্যাশ ট্যাগ। “মোটা ভাই ভোট নাই” (#MotavaiVoteNai) লেখা একটি ব্যানার নজর কেড়েছে পথচলতি মানুষের। কলকাতা শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই নজরে পড়েছে এই পোস্টার।
advertisement
advertisement
যদিও তৃণমূলের এই পদক্ষেপকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ” তৃণমূল শুধুমাত্র পোস্টার ব্যানারেই রয়েছে, আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে উৎখাত করে ফেলবে।” একদিকে অমিত শাহের এই সভাকে কেন্দ্র করে কটাক্ষের সুর আগাগোড়াই ছিল তৃণমূল কংগ্রেসের গলায়। এবার এই পোস্টারের লড়াই তাতে আলাদা মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 12:10 PM IST