'গোটা প্যানেল খারিজ করা উচিৎ', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে হাই কোর্টের আরও এক বিচারপতি বিশ্বজিৎ বসু

Last Updated:

বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি '' আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিৎ। ''

#কলকাতা; গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে হাই কোর্টের আরও এক বিচারপতি বিশ্বজিৎ বসু, হুঁশিয়ারি দিলেন পুরো নিয়োগ প্যানেল বাতিলের। সঞ্জীব মাইতি-সহ ৫০ জনের গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই-কে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু-র।
বিচারপতি বসুর মন্তব্য, ''হিমশৈলের চূড়ামাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে। - গতকালের সিবিআই এর পেশ করা রিপোর্টের নির্যাস দেখে এমনই মনে হচ্ছে। ভয়ঙ্কর পরিসংখ্যান। '' তিনি আরও বলেন, '' এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোনও পেশায় নেই। ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙ্গুল তুলবে, জিজ্ঞাসা করবে এমন শিক্ষকদের যোগ্যতা কী ? আমি জানিনা এর শেষ কোথায়।''
advertisement
বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, '' আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিৎ। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে ভবিস্যতে অংশ গ্রহন করতে না পারে, তার ব্যবস্থা করা উচিৎ!'' বিচারপতির হুঁশিয়ারি, ''দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে'', তিনি যোগ করেন, '' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও তাতে সামিল হচ্ছি। ১৮ নভেম্বরের মধ্যে সিবিআইয়ের রিপোর্ট তলব। ১৮ নভেম্বর পরবর্তী শুনানি।''
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার সিবিআইয়ের তরফে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, মাত্র দু’একটি প্রশ্নের উত্তর দিয়ে এবং সাদা খাতা জমা দিয়েই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতা এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি পর্যায়ে চাকরিতে নিয়োগের মেধাতালিকায় জায়গা পেয়েছেন অন্তত আট হাজার জন।  এই আট হাজারের মধ্যে কারা সুপারিশপত্র এবং নিয়োগপত্র পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'গোটা প্যানেল খারিজ করা উচিৎ', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে হাই কোর্টের আরও এক বিচারপতি বিশ্বজিৎ বসু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement