#কলকাতা: নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাজ চলাকালীন দুর্ঘটনা। ছিঁড়ে পড়ল বিশ্ববাংলার লোগো বল ৷ বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন নির্মাণ কর্মীরা।
শনিবার সকাল থেকেই বিশ্ব বাংলার বলের লোগোর বলটি স্ট্রাকচারের উপর দাঁড় করানোর কাজ চলছিল। বলটি পাথর ও লোহা দিয়ে তৈরি। রাতের বেলায় ক্রেনে করে বলটিকে তোলা হয় নির্দিষ্ট জায়গায় লাগানোর জন্য।
সেসময় আচমকা ক্রেনের তার ছিঁড়ে বলটি নিচে পড়ে যায়। যদিও ঠিক সময় শ্রমিকরা সরে যাওয়ায় কেউ আহত হননি। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। দুর্ঘটনার জেরে বলটির এক দিকে চিড় ধরেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে কাজ।