Bishnu Prasad Sharma: দলের উল্টো লাইনে গিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় বিষ্ণুপ্রসাদ, অস্বস্তিতে পদ্ম শিবির, হুঁশিয়ারি জিএনএলএফেরও!

Last Updated:

এবার বঙ্গভঙ্গ ইস্যুতে দলের বিরুদ্ধে তোপ বিষ্ণুপ্রসাদের। বিধানসভা থেকে ওয়াকআউট করে দলের বিরুদ্ধেই বোমা ফাটানোর পর কার্শিয়ংয়ের পদ্ম বিধায়কের স্পষ্ট মন্তব্য, ‘‘পাহাড়ের মানুষের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমার লড়াই জারি থাকবে।’’

বিষ্ণুপ্রসাদ শর্মা
বিষ্ণুপ্রসাদ শর্মা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: দলের বিপরীত লাইনে গিয়ে পৃথক রাজ্যের দাবিতে এখনও অনড় বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এক কথায় ফের বিজেপির বিষ্ণু-অস্বস্তি। এবার বঙ্গভঙ্গ ইস্যুতে দলের বিরুদ্ধে তোপ বিষ্ণুপ্রসাদের। বিধানসভা থেকে ওয়াকআউট করে দলের বিরুদ্ধেই বোমা ফাটানোর পর কার্শিয়ংয়ের পদ্ম বিধায়কের স্পষ্ট মন্তব্য, ‘‘পাহাড়ের মানুষের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমার লড়াই জারি থাকবে।’’
কার্শিয়ংয়ের পদ্ম বিধায়ক বলছেন, ‘‘ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে আনা হয়েছিল।‌ কেন্দ্রের বড় বড় নেতারা আমার বাড়িতে আসেন, বিজেপি জয়েন করার আগে। আর আমাকে আলাদা রাজ্যের জন্য সেই সময় প্রতিশ্রুতি দিয়েছেন। ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন। পার্টি দিল্লিতে, আমাদের উত্তরবঙ্গে এসে বলে, আপনাদেরকে রাজ্য বিভাজন করে দেব। এখানে আমাদের এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না।’’
advertisement
advertisement
গত সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব তৃণমূল আর বিজেপি ঐকমত্যের ভিত্তিতে পাশ হয়। তৃণমূল-বিজেপি একসুরে সরব হয়। শাসক-বিরোধীর এই বিরল ঐক্যের মাঝেই অস্বস্তিতে পদ্ম শিবির। সেটাও আবার বঙ্গভঙ্গ ইস্যু নিয়েই। আবারও বিজেপির বিষ্ণু-বিড়ম্বনা।
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা ফের বিজেপির বিরুদ্ধে সরব। একদিকে যখন বঙ্গ পদ্ম শিবিরের শীর্ষ নেতারা অখন্ড বাংলার পক্ষে জোর সওয়াল করছেন ঠিক তখনই উল্টো পথে হেঁটে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা পৃথক রাজ্যের দাবিতে নিজের দলকেই বিড়ম্বনায় ফেলেছেন।‌ বিষ্ণুপ্রসাদের দাবি, ‘নির্বাচনী ইশতেহারে পৃথক গোর্খাল্যান্ড করার কথা বলা হলেও আজ দ্বৈত ভূমিকা পালন করছেন বিজেপি নেতারা।’ তবে তিনি যে পৃথক রাজ্যের দাবি থেকে সড়ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন বিষ্ণুপ্রসাদ। পাহাড়ের মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বিজেপি বলেও নিজের দলের নেতাদের তোপ দেগেছেন বিষ্ণপ্রসাদ।
advertisement
বিজেপি পার্টির ঘোষণাপত্র ২০১৪ তে পৃথক রাজ্যের বিষয়টি উল্লেখ রয়েছে বলে দাবি বিষ্ণুপ্রসাদের। বিষ্ণু প্রসাদকে নিয়ে বিজেপির অস্বস্তি নতুন নয়। চব্বিশের লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েন। বিজেপি প্রার্থীকে বহিরাগত বলেও তোপ দাগেন। ফের বিজেপির বিষ্ণু-অস্বস্তি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ নিজের দলের বিধায়কের উল্টো লাইন প্রসঙ্গে শুধু বলেন,’পার্টির নীতি নিয়ে বিষ্ণুর যা বক্তব্য, তাতে বিচ্যুতি থাকলে পার্টির পক্ষ থেকে বলা হবে। রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ‘‘দল বিষ্ণু প্রসাদের বক্তব্যকে অনুমোদন করে না। বিজেপি সম্পূর্ণভাবে বঙ্গভঙ্গের বিরোধী।’’
advertisement
এবার লোকসভা ভোটে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়েছে জিএনএলএফ। তারাও কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছে। পাহাড় সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছে। সম্প্রতি কালো পতাকায় মুড়ে দেয় দার্জিলিং-কার্শিয়ং-কালিম্পঙের নানা এলাকা। পাহাড় সমস্যা সমাধানের জন্য কেন্দ্রকে ২৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়েছে জিএনএলএফ। ইতিবাচক সাড়া না পেলে ফের রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে জিএনএলএফ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bishnu Prasad Sharma: দলের উল্টো লাইনে গিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে অনড় বিষ্ণুপ্রসাদ, অস্বস্তিতে পদ্ম শিবির, হুঁশিয়ারি জিএনএলএফেরও!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement