CPIM| SSC Scam|| সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সিগারেট প্যাকেটে চিরকূট দিয়ে চাকরি হতো, বিস্ফোরক বিমান বসু
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Biman Basu slams TMC: সিগারেটের প্যাকেটে চিরকুটে চাকরি হতো ১৯৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। শুক্রবার এসএফআই-য়ের ছাত্র সমাবেশে এ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
#কলকাতা: বাম আমলে নয়। সিগারেটের প্যাকেটে চিরকুটে চাকরি হতো ১৯৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। শুক্রবার এসএফআই-য়ের ছাত্র সমাবেশে এ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কলেজ স্ট্রিটে এসএফআইয়ের এক কর্মসূচিতে এসে এ কথা বলেন তিনি।
শিক্ষায় দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। আর এটাকেই হাতিয়ার করেছে বিরোধীরা। বাম আমলেও চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদের তা ফিরিয়ে দিয়েছে শাসক শিবির। একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাম আমলে সিগারেটের প্যাকেটে চিরকুটে চাকরি হওয়ার অভিযোগ করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ 'চাকরিতে মেধা, ঝাণ্ডা ধরলে গাধা'! বাম আমলে শিক্ষক নিয়োগের দৃষ্টান্ত দেখালেন বিমান বসু
এ দিন বামফ্রন্ট সরকারের আমলের সেই অভিযোগ নিজেদের গা থেকে ঝেড়ে কংগ্রেসের উপর সেই দায় চাপালেন বিমান বসু। তিনি বলেন, "সিএম বলেছেন বাম আমলে সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হতো। হ্যাঁ, হতো। ১৯৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হতো। তৃণমূলের নেতা নেত্রীদের বলব তাঁরা মিথ্যা কথা বলেন। চিরকুট দিয়ে চাকরি বাম আমলে হয়নি।" এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সেই সময় এ রকম খবর সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ শান্ত, নির্জনতাই এখানে সঙ্গী, নিরিবিলি পুজোর ছুটি কাটাতে ডেস্টিনেশন গোবর্ধনপুর সমুদ্র সৈকত
এ বিষয়ে এই প্রথম সিপিএমের পক্ষ থেকে স্পষ্ট করা হল। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে শিক্ষায় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে আন্দোলনের সলতে পাকাতে শুরু করেছে বামেরা। ঠিক সেই সময়ে শাসকদলের বাম আমলের দুর্নীতির কথায় দলের একটা অংশের ব্যাকফুটে চলে গিয়েছিল।
advertisement
এ দিন বিমান বসু চিরকুটে চাকরির বক্তব্যটি স্পষ্ট করে দলের সেই অংশটিতে ফের অক্সিজেন দিলেন। যদিও আরেক পক্ষের মতে বিমান বসুর এই বক্তব্য রাজনৈতিক ভাবে শাসকদলের পক্ষে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে একযোগে বিরোধীদের এই আন্দোলনে ফাটল ধরাতে সক্ষম হয়েছেন তারা। বিমান বসুর এই বক্তব্যে কংগ্রেস ও বামেদের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈটি হয়েছে।
advertisement
UJJAL ROY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 9:05 AM IST