Kolkata Teacher Suicide Attempt:বদলি রদে বিষপান! কেমন আছেন পাঁচ শিক্ষিকা?

Last Updated:

Kolkata Teacher Suicide Attempt:গতকাল বিকাশ ভবনের সামনে বদলির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন এই শিক্ষিকারা ইঁদুর মারার অরগানোফসফরাস জাতীয় বিষ খেয়েছিলেন।

#কলকাতা: নিজের বদলি রুখতে বিষপান। বিকাশ ভবন চত্বরে ধুন্ধুমারের পর কিছুটা সময় কেটে গিয়েছে, কিন্তু গোটা পরিবেশটাই এখনও থমথমে। সূত্রের খবর, এনআরএস হাসপাতালে ভর্তি থাকা দুই শিক্ষিকার অবস্থা এখন কিছুটা হলেও স্থিতিশীল।দুজনেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন।
গতকালই এনআরএস হাসপাতালে ভর্তি হওয়ার পর জ্যোৎস্না বর্মন নামের এক শিক্ষিকার  কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার এবং অন্য আরেক শিক্ষিকা শিখা দাস উভয়ের ক্ষেত্রেই রক্তচাপ অনেকটা বেড়ে গিয়েছিল।সূত্রের খবর, এখনও মাঝে মধ্যেই বমি হচ্ছে তাদের। ডায়েরিয়া হয়েছে বিষক্রিয়ার ফলেই। এখনও শ্বাসকষ্ট রয়েছে তাঁদের। মাঝেমধ্যে খিঁচুনি হচ্ছে। আচ্ছন্ন ভাব রয়েছে এখনও। চোখে দেখতে অসুবিধা হচ্ছে।
advertisement
গতকাল বিকাশ ভবনের সামনে বদলির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন এই শিক্ষিকারা ইঁদুর মারার অরগানোফসফরাস জাতীয় বিষ খেয়েছিলেন।এই কীটনাশক বেশি পরিমাণে পান করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।  চিকিৎসক সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁদের ইন্ট্রাফ্লুইড দিয়ে টক্সিন বার করা হয়েছে। মেডিসিন বিশেষজ্ঞ,হৃদরোগ বিশেষজ্ঞরা পর্যবেক্ষনে রেখেছে তাঁদের। আগামী ২৪ ঘন্টা আরও কড়া পর্যবেক্ষনে রাখা হবে তাদের। এর পাশাপাশি অক্সিজেন চলছে, স্যালাইন চলছে। চিকিৎসক মহলের আশঙ্কা এই ধরনের ক্ষেত্রে প্রাথমিক ভাবে রোগী সুস্থ হয়ে গেলেও পরবর্তীতে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
advertisement
advertisement
অন্য দিক আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন তিন শিক্ষিকার মধ্যে দুজনের অবস্থা অনেকটাই ভালো। তবে  পুতুল মণ্ডলের শারীরিক অবস্থার কিছুটা উদ্বেগজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে
চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর  শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি , পেশিতে যন্ত্রণা, মাথা ব্যথা এবং আচ্ছন্ন ভাব রয়েছ।
তবে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওয়াশ করায় এখনও পর্যন্ত প্রায় কারও মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে, এমনটাই বলছেন চিকিৎসকরা। তবুও যে তিন শিক্ষিকা আশঙ্কাজনক তাদের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Teacher Suicide Attempt:বদলি রদে বিষপান! কেমন আছেন পাঁচ শিক্ষিকা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement