Bikash Bhattacharya: মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেওয়া আসলে চোখে ধুলো দেওয়া, কটাক্ষ বিকাশের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Bikash Bhattacharya: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গেও বিকাশের স্পষ্ট কথা, ‘‘দেখা গেল যে কত পরিমাণ বেআইনি সম্পদ, বিদেশি টাকা, সোনা, ফ্ল্যাট ইত্যাদি তাঁরা সংগ্রহ করেছেন, এই যা সংগ্রহ করা হয়েছে, তা হচ্ছে তৃণমূলের সম্পদ।’’
#কলকাতা: রাজ্যের মন্ত্রিসভা থেকে ‘রিলিফ’ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সে কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই সরকারের এই সিদ্ধান্ত কটাক্ষ করলেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বললেন, আমার মনে হয়, মুখ্যমন্ত্রীকে এর পর হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।’ মন্ত্রিসভা থেকে পার্থকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বিকাশ বলেন, ‘‘আমি যে সরকারি নির্দেশনামা দেখলাম, সেখানে কোথাও পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়নি। বলা হয়েছে, যে সমস্ত দফতরের তিনি দায়িত্বে ছিলেন, সেগুলো থেকে তাকে রিলিফ করা হল। তার কারণ হচ্ছে, উনি এখন পুলিশি হেফাজতে আছেন এবং কতদিন পুলিশের হেফাজতে থাকবেন, তার নিশ্চয়তা নেই। স্বভাবতই দফতরের কাজ আটকে যাবে। সেই দফতরের কাজগুলো চালানোর জন্যই এই সিদ্ধান্ত।’’
আরও পড়ুন: সব টাকা পার্থদা'র, কর্মীরা এসে দিয়ে যেত! জেরায় স্বীকার অর্পিতার: সূত্র
তাঁর মতে, ‘‘এখানে কোথাও কিন্তু বলেনি, যে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হল। তিনি যে দফতরের দায়িত্বে ছিলেন, সেগুলো অন্যলোকের মধ্যে বণ্টন করা হল, কারণ তিনি হেফাজতে আছেন। এই সিদ্ধান্ত একেবারেই লোককে বোকা বানানোর চেষ্টা, এটা কোনও কার্যকরী সিদ্ধান্তই নয়, অর্থহীন, অকার্যকরী সিদ্ধান্ত।’’
advertisement
আরও পড়ুন - তিন মন্ত্রী পদ থেকেই অপসারিত পার্থ চট্টোপাধ্যায়!
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গেও বিকাশের স্পষ্ট কথা, ‘‘দেখা গেল যে কত পরিমাণ বেআইনি সম্পদ, বিদেশি টাকা, সোনা, ফ্ল্যাট ইত্যাদি তাঁরা সংগ্রহ করেছেন, এই যা সংগ্রহ করা হয়েছে, তা হচ্ছে তৃণমূলের সম্পদ। পার্থবাবু নিজের জন্য করেননি, করেছেন দলের জন্য। চাকরি প্রক্রিয়ায় মামলা করতে গিয়ে আমরা দেখেছি, এমন ভিডিও আছে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে ছেলেদেরকে বলছেন, আমি কমিটি করতে বলেছি, পার্থ কমিটি করে দেবে, তোমাদের নিয়োগ হবে। এবং সেই কমিটি করেই সমস্ত বেআইনি নিয়োগ করা হয়েছে। এটা প্রাথমিক ভাবে বিতর্কের উর্ধ্বে। তার ভিত্তিতেই তো ইডি তদন্ত করছে। এটা থেকে তো আরও তথ্য প্রকাশিত হবে, যেমন চিটফান্ডের টাকা, নারদার টাকা, এগুলো সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমার নিজের মনে হয়, এর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী যুক্ত। যদি তদন্ত বাধাহীন পথে এগোয়, তাহলে মুখ্যমন্ত্রীকেও হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 28, 2022 6:11 PM IST