Bihar Assembly Election: প্রশান্ত কিশোরের দলের নেতাকে খুন, ভোটের আগেই গ্রেফতার জেডিইউ প্রার্থী! একদা লালু-ঘনিষ্ঠ দুলারের ফেটে গিয়েছিল ফুসফুস
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bihar Assembly Election: অভিযোগ, খুনের আগে বেধড়ক মারধর করা হয় দুলারকে। তাঁর ফুসফুস ফেটে গিয়েছিল। ভেঙে গিয়েছিল পাঁজরের হাড়। পটনার এসএসপি কার্তিকেয় শর্মা জেডিইউ প্রার্থী-সহ তিন জনকে গ্রেফতার করার কথা জানান।
পটনা: আর এক সপ্তাহও বাকি নেই। বিহারের পটনায় রাজনৈতিক হিংসায় ফের মৃত্যুর ঘটনা ঘটল। বিধানসভা ভোটের মুখে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন হন জন সুরাজ পার্টির এক নেতা। নিহতের নাম দুলারচাঁদ যাদব। ঘটনাটি ঘটেছে পাটনার মোকামা বিধানসভার তাল এলাকায়। এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মোকামার জেডিইউ প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার করেছে বিহার পুলিশ। শনিবার গভীর রাতে নাটকীয় অভিযানে আটক করা হয় তাঁকে।
advertisement
অভিযোগ, খুনের আগে বেধড়ক মারধর করা হয় দুলারকে। তাঁর ফুসফুস ফেটে গিয়েছিল। ভেঙে গিয়েছিল পাঁজরের হাড়। পটনার এসএসপি কার্তিকেয় শর্মা জেডিইউ প্রার্থী-সহ তিন জনকে গ্রেফতার করার কথা জানান। মোকামায় আগামী ৬ নভেম্বর ভোটগ্রহণ রয়েছে। তার মাত্র পাঁচ দিন আগে খুনের ঘটনায় গ্রেফতার হলেন খোদ প্রার্থী। পুলিশ জানিয়েছে, অনন্তের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে। সেই কারণেই শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে পটনার কাছে বারহ এলাকায় অনন্ত সিংয়ের বাসভবনে বিশাল অভিযান চালায় প্রায় ১৫০ জন পুলিশকর্মীর দল। নেতৃত্বে ছিলেন এসএসপি শর্মা স্বয়ং। সেখানে থেকেই অনন্ত সিংকে হেফাজতে নেওয়া হয়। তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রামকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য পটনায় আনা হয়েছে।
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবারই দুলারচাঁদ যাদব খুন হওয়ার পর জেডিইউ-এর বিরুদ্ধে সরব হয় জন সুরজ পার্টি। দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সরাসরি জেডিইউ-কে দায়ী করে টুইট করেন। এরপরই দায়ের হয় এফআইআর। এরপরই গ্রেফতার হলেন খোদ প্রার্থী। আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই পটনার এই হত্যাকাণ্ডে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 9:20 AM IST

