Bidhannagar Station: দীর্ঘদিন ধরে বন্ধ দু-দুটি টিকিট কাউন্টার, বিধাননগর স্টেশনে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত

Last Updated:

ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম। কলকাতার অন্যতম লাইফ লাইন। আর সেখানেই দু-দু’টি টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।

 দীর্ঘদিন ধরে বন্ধ দু-দুটি টিকিট কাউন্টার, বিধাননগর স্টেশনে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত
দীর্ঘদিন ধরে বন্ধ দু-দুটি টিকিট কাউন্টার, বিধাননগর স্টেশনে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: টিকিট কাউন্টার আছে। জ্বলছে আলো। তবে দেখা নেই কারও। উল্টোডাঙার বিধাননগর রোড রেল স্টেশন। সব সময় যাত্রীদের ভিড় নজরে আসে। ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম। কলকাতার অন্যতম লাইফ লাইন। আর সেখানেই দু-দু’টি টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।
টিকিট কাউন্টার বর্তমানে কার্যত আবর্জনার গুদামে পরিণত হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। যা মাঝে মধ্যেই সমাজ বিরোধীদের আস্তানায় পরিণত হয় বলে অভিযোগ । এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ওভারব্রিজে ওঠার সিঁড়ির পাশেই টিকিট কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সিঁড়ি ভেঙে, নয়তো বা উল্টোডাঙা ব্রিজের দিকের টিকিট কাউন্টারে গিয়ে কাটতে হচ্ছে টিকিট। ঘোর সমস্যায় পড়ছেন প্রবীণ নাগরিক যাত্রীরাও। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের দুটি টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই অন্য টিকিট কাউন্টারগুলির উপর যাত্রীদের চাপ বাড়ছে।
advertisement
advertisement
টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর জন্য অনেক সময়েই যাত্রীদের মিস হচ্ছে ট্রেন। আবার সিঁড়ি ভেঙে ওভারব্রিজ দিয়ে পাশের কাউন্টারে যাওয়ার সময় অনেক সময় ‘খপ্পরে’ পড়তে হচ্ছে টিকিট পরীক্ষকদের। শ্যামবাজার ও আর জি কর হাসপাতালের দিক থেকে আসা যাত্রীদের সুবিধার জন্যই এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এই জায়গাতেই দুটি টিকিট কাউন্টার গড়ে ওঠে। সেই সমস্ত যাত্রীদের আজ অন্য প্রান্তে গিয়ে নিজেদের গন্তব্যে যেতে কাটতে হচ্ছে টিকিট। কবে হবে সমস্যার সমাধান? প্রশ্ন আছে, তবে উত্তর অজানা যাত্রীদের। যদিও রেল প্রশাসনের আশ্বাস, ‘‘ শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidhannagar Station: দীর্ঘদিন ধরে বন্ধ দু-দুটি টিকিট কাউন্টার, বিধাননগর স্টেশনে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement