Bhishma Guhathakurta: চলে গেলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা, গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bhishma Guhathakurta: শিল্পীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, “বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।"
#কলকাতা: প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা (Bhishma Guhathakurta)। শুক্রবার শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছরের শিল্পী। বেশ কিছুদিন আগেই করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। পরে সেরে উঠলেও ভুগছিলেন নানাবিধ শারীরিক সমস্যায়। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
advertisement
শিল্পীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’।” মুখ্যমন্ত্রী লেখেন ভীষ্ম গুহঠাকুরতার (Bhishma Guhathakurta) প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। শিল্পীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। শিল্পীর প্রয়াণের খবর পেয়ে ট্যুইটারেও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
Deeply saddened that the noted actor Bhishma Guhathakurta is no more. Over the last several decades, his performances ensured for him a place of great appreciation in the hearts of cine lovers. His departure creates a void. My profound condolences.
— Mamata Banerjee (@MamataOfficial) February 11, 2022
advertisement
অভিনয়ের পাশাপাশি অসাধারণ গায়ক ছিলেন ভীষ্ম গুহঠাকুরতা (Bhishma Guhathakurta)। ভাল পিয়ানো বাজাতেন, ছবিও আঁকতেন, ক্রিকেট খেলতে ভালবাসেন। সম্পর্কে সত্যজিৎ রায়ের ভাগ্নে ছিলেন। অভিনয়ে তাঁর হাতেখড়ি হয় নাটকের মঞ্চে। সেখানেই নাকি পরিচালক তপন সিংহের নজর কাড়েন। তাঁর পরিচালনাতেই ‘রাজা’ ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে সত্যজিৎ রায় (Satyajit Ray) এবং সন্দীপ রায়ের ছবিতেও অভিনয় করেন। আটের দশকে চুটিয়ে অভিনয় করেছেন ভীষ্ম গুহঠাকুরতা। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে শিল্প ও সংস্কৃতিমহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 9:12 PM IST