Sovan-Baisakhi Bhai Phonta 2024: দলে নেই, 'দূরেও' নেই! ফের মমতার ভাইফোঁটা নিতে হাজির শোভন! আরজি কর নিয়েও চমকে ওঠা মন্তব্য
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Sovan-Baisakhi Bhai Phonta 2024: ফোঁটা নিয়ে বেরোতেই সংবাদমাধ্যমের মুখোমুখি শোভন। তাঁকে প্রশ্ন করা হয়, কবে দেখা যাবে সক্রিয় রাজনীতিতে? কী বললেন তিনি?
কলকাতা: দুপুর হতেই বিভিন্ন মহলের তারকাদের বর্ণময় ভাইফোঁটার ছবি নজরে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাইফোঁটায় হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ভাইফোঁটার দিনে প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল শোভনকে।
আরও পড়ুন- অভিনয় থেকে দূরে থেকেও অভিষেকের তুলনায় কয়েক গুণ বেশি সম্পত্তি ঐশ্বর্যার! কী ভাবে জানেন?
ফোঁটা নিয়ে বেরোতেই সংবাদমাধ্যমের মুখোমুখি শোভন। তাঁকে প্রশ্ন করা হয়, কবে দেখা যাবে সক্রিয় রাজনীতিতে? প্রশ্নের সেভাবে সদুত্তর না দিয়ে শোভন বললেন,”যবে দেখতে পাবেন তবেই ফিরব।” তিনি আরও বলেন, “আজকের দিনে দিদির আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার।”
advertisement

advertisement
গাড়িতে শোভনের পাশে বসে বৈশাখী। তিনি বললেন, “আজকের দিনটা শোভনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদম ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই শোভন আসে।” আরজিকর-সহ অন্যান্য নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে, জানালেন জুটিতে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন শোভন-বৈশাখী। বিরোধীদের অপপ্রচার নিয়েও সরব হন শোভন বৈশাখী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2024 4:01 PM IST