Bhai Phonta 2024: ভাইফোঁটায় বোনফোঁটার আয়োজন, ব্যতিক্রমী ছবি পদ্মের মুরলিধর সেন লেনের অফিসে

Last Updated:

রবিবার যখন ভাইদের মঙ্গল কামনায় রাজ্য জুড়ে ভাইফোঁটা‌ উৎসব পালিত হচ্ছে ঠিক তখন ভাইফোঁটা নয়, বোনফোঁটার আয়োজন করেছিল উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা ৷

মুরলিধর সেন লেনের অফিসে ভাইফোঁটা
মুরলিধর সেন লেনের অফিসে ভাইফোঁটা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ভাই নয়, ‘বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা।’ ব্যতিক্রমী শোনালেও রবিবার এমন দৃশ্যই দেখা গেল বিজেপির ৬ নম্বর মুরলিধর সেন লেন কার্যালয়ে। রবিবার যখন ভাইদের মঙ্গল কামনায় রাজ্য জুড়ে ভাইফোঁটা‌ উৎসব পালিত হচ্ছে ঠিক তখন ভাইফোঁটা নয়, বোনফোঁটার আয়োজন করেছিল উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা। ‌
কিন্তু হঠাৎ কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত? উত্তর কলকাতা জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি সুবোধ দাস বলেন, ‘‘শুধু আরজি করের ঘটনাই নয়, রাজ্যে একের পর এক নারীরা আজ আক্রান্ত, নির্যাতনের শিকার। তাই আমরা মনে করি ভাইদের মঙ্গলকামনার থেকেও আজ বেশি জরুরী নারীদের দীর্ঘায়ু কামনা করা। সেই কারণেই আমরা বোনেদের কাছ থেকে ফোঁটা না নিয়ে বোনেদের দীর্ঘ জীবন কামনা করে বোনফোঁটার আয়োজন করেছিলাম। আমরা চাই বাংলার সমস্ত বোনেরা সুরক্ষিত থাকুক।’’
advertisement
advertisement
ভাইফোঁটার দিন যখন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটা অনুষ্ঠানে হাজির হয়ে ভাইদের মঙ্গল কামনায় ব্রতী হয়েছিলেন বোনরা। ঠিক তখনই ভাইফোঁটা নয়, বোনফোঁটার আয়োজন করেছিল উত্তর কলকাতা জেলা বিজেপি যুব মোর্চা।‌ রবিবার কোথাও দেখা যায় রাজ্য বিজেপির অন্যতম নেতা শমীক ভট্টাচার্য দক্ষিণ কলকাতায় ভাইফোঁটা নিচ্ছেন তাঁর বোনের কাছে। আবার কোথাও দেখা যায় অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটা দিয়ে ভাই‌ কিম্বা দলীয় কর্মীদের দীর্ঘায়ু কামনা করছেন। আর ঠিক তখনই ভাইফোঁটার দিন মহিলাদের প্রণাম ও আশীর্বাদ নিবেদন করার ‘অন্য’ ছবির দেখা মিলল পদ্ম শিবিরের মুরলিধর সেন লেনের অফিসে।‌ যেখানে নারায়ণ চট্টোপাধ্যায়, সুবোধ দাস ও অন্যান্যরা বোনেদের কপালে ফোঁটা‌ দিয়ে কামনা করলেন‌, অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য বোনেদের যেন মা দুর্গার মত‌ শক্তি দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhai Phonta 2024: ভাইফোঁটায় বোনফোঁটার আয়োজন, ব্যতিক্রমী ছবি পদ্মের মুরলিধর সেন লেনের অফিসে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement