#কলকাতা: ভাগাড়কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ভাগাড়ের মাংসচক্রে আন্তর্জাতিক যোগ। ভাগাড়ের মাংস পাচার হত নেপাল ও বাংলাদেশে। সংরক্ষণের পর মাংস ছোট ছোট প্যাকেটে বিদেশে পাচার। আন্তর্জাতিক লিঙ্কম্যানদের খোঁজে পুলিশ।
ভাগাড়ের মাংস রেস্তোরাঁয়! শুধু বজবজ নয়। সারা রাজ্যে সক্রিয় মাংস পাচার চক্র। বজবজ ছাড়াও ৭টি ভাগাড় থেকে মাংস সরবরাহ। কল্যাণী, কাঁকিনাড়া, জগদ্দল, টিটাগড়, শিবপুর, সোনারপুর, টালিগঞ্জ রেলব্রিজ ভাগাড় থেকে মাংস সরবরাহ করা হত। ভাগাড় থেকে মাংস বিক্রি হত একশ টাকা প্রতি কেজি। হিমঘরে রাখার খরচ কেজি প্রতি দেড়শো টাকা। সবমিলিয়ে আড়াইশো টাকায় বাজারে বিক্রি হত এই মরা পশুর মাংস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Bhagar meat controversy, Nepal, Smuggling