ভাগাড়ের মাংসকাণ্ডে তল্লাশি, নারকেলডাঙায় হিমঘরে থেকে উদ্ধার প্রচুর পচা মাংস
Last Updated:
ভাগাড়ের মাংস কারবারে ব্যাপক পুলিশি ধরপাকড়। জালে ওই চক্রের চাঁই শরাফত হুসেন। বিহার থেকে গ্রেফতার করা হয় চক্রের অন্যতম পাণ্ডা সানি মল্লিককে।
#কলকাতা: ভাগাড়ের মাংস কারবারে ব্যাপক পুলিশি ধরপাকড়। জালে ওই চক্রের চাঁই শরাফত হুসেন। বিহার থেকে গ্রেফতার করা হয় চক্রের অন্যতম পাণ্ডা সানি মল্লিককে। তার সূত্রেই ধৃত শরাফত। নারকেলডাঙায় একটি হিমঘরের হদিশও দিয়েছে সানি। এই নিয়ে ওই ঘটনায় মোট ন'জন ধৃত। আটক আরও এক জন। তাকে কল্যাণী থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।
কলকাতায় ২০ হাজার কেজি ভাগাড়ের মাংস
রাজাবাজারের হিমঘর থেকে উদ্ধার
advertisement
জালে ভাগাড় চক্রের চাঁই
ভাগাড়ের মাংস খাবারের প্লেটে! নিউজ এইটিন বাংলার অর্ন্তর্তদন্তে প্রকাশ্যে আসে সেই চক্রের খবর। খবরের জেরে বুধবার রাত থেকে ব্যাপক ধরপাকড় অভিযানে নামে ডায়মন্ডহারবার পুলিশ।
- বিহার থেকে গ্রেফতার করা হয় চক্রের অন্যতম পাণ্ডা সানি মল্লিককে
advertisement
- জগদ্দল, ভাটপাড়া, কল্যাণী, ট্যাংরা-সহ একাধিক জায়গায় চলে পুলিশি অভিযান
- সানিকে নিয়েই চলে পুলিশি অভিযান
- গ্রেফতার করা হয় মাস্টারমাইন্ড শরাফত হুসেনকে
সানিকে ট্রানজিট রিমান্ডে এনে শুরু হয় জেরা। তাতেই নারকেলডাঙা থানার কাছে একটি কোল্ড স্টোরেজের সন্ধান মেলে। সানিকে নিয়েই সেখানে হানা দেয় পুলিশ।
advertisement
কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার হয় কয়েক হাজার প্যাকেট ভাগাড়ের মাংস
- রাজাবাজারের হিমঘর থেকে মিলেছে প্রায় ২০ হাজার কেজি ভাগাড়ের মাংস
- ওই হিমঘর থেকে বিভিন্ন জায়গায় মাংস সরবরাহ করা হত
নারকেলডাঙার ওই কোল্ড স্টোরেজে হানা দেন কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগের কর্তারাও। হিমঘরের দুটি বিল্ডিং সিল করে দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2018 9:44 AM IST