Firhad Hakim on Priyanka Tibrewal: ভবানীপুরে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, 'হারের আগেই বাহানা তৈরি'র কটাক্ষ ফিরহাদের

Last Updated:

Firhad Hakim on Priyanka Tibrewal: প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগকে পাত্তা দিতে চাননি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কাকে।

প্রিয়াঙ্কাকে কটাক্ষ ফিরহাদের
প্রিয়াঙ্কাকে কটাক্ষ ফিরহাদের
#কলকাতা: শুরু হয়ে গিয়েছে মেগাফাইট। ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By Poll) লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। ভবানীপুর এদিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ। এই পরিস্থিতিতে কামারহাটির তৃণমূল বিধায়ক তথা ভবানীপুরের বাসিন্দা মদন মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, ভবানীপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ''৭২ নম্বর ওয়ার্ডের ১২৬ নম্বর বুথে ভোট শুরুই করা যায়নি। এই এলাকা মদন মিত্রের। তিনি বুথ দখল করতে চাইছেন।' যদিও প্রিয়াঙ্কা একথা বললেও এই বুথে ভোট শুরু হয়ে গিয়েছে। তবে, প্রিয়াঙ্কার অভিযোগকে পাত্তা দিতে চাননি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কাকে।
ফিরহাদ বলেন, “মদন মিত্রের এলাকা বলে এখানে কোনও এলাকা আছে নাকি? এই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা। ভবানীপুরে রিগিং হয় না। এখানে বুথ জ্যামও হয় না। মদন মিত্রের এলাকা কামারহাটি। সেখানে তো আর কোনও ভোট হচ্ছে না।' এরপরই ফিরহাদ পাল্টা অভিযোগ করেন, 'অকারণে অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। ভবানীপুরে কোথাও কোনও জায়গায় কোনও সমস্যা নেই। মাইক্রো অবজারভার রয়েছে, সিসিটিভি রয়েছে, পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে যাচ্ছে মানুষ। অকারণ অভিযোগ করে লাভ হবে না। হেরে যাওয়ার আগেই বাহানা তৈরি করছে বিজেপি।”
advertisement
প্রসঙ্গত, ভোটের আগেই BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, ভবানীপুরে রিগিং হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবানীপুরে ৬০ থেকে ৭০ শতাংশের বেশি ভোট পড়লেই সেখানে BJP প্রার্থী জয়ী হবেন। ভবানীপুরে যাতে উচ্চবিত্ত, শিক্ষিতরা ভোট দেন তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে অনুরোধও করেন তিনি। তবে, এদিন সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরের ভোটের হার তেমন আশাব্যঞ্জক নয়।
advertisement
advertisement
অশান্তি এড়াতে ভবানীপুরের প্রত্যেকটি বুথে ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই নির্দেশিকা লাগু হয়েছে গোটা ভবানীপুরে। তা বহাল থাকবে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত। ভোটে যে কোনও ধরনের অশান্তি এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভবানীপুরকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim on Priyanka Tibrewal: ভবানীপুরে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, 'হারের আগেই বাহানা তৈরি'র কটাক্ষ ফিরহাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement