এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. ইতিহাসের সাক্ষী কলকাতা, অঙ্গ প্রতিস্থাপনে নতুন জীবন দিতে তৈরি হল গ্রিন করিডরইতিহাসের সাক্ষী কলকাতা। অঙ্গ প্রতিস্থাপনে নতুন জীবন দিতে তৈরি হল গ্রিন করিডর। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে কিডনি ও লিভার নিয়ে রওনা হল অ্যাম্বুল্যান্স। গন্তব্য এসএসকেএম। যত দ্রুত প্রতিস্থাপন নিশ্চিত করতে চেয়েছিলেন চিকিৎসকরা। প্রশাসনের সাহায্যে এব্যাপারে নজির গড়ল কলকাতা। ভবিষ্যতের জন্য খুলে দিল বহু সম্ভাবনা।২. প্রাক্তন সেনাকর্মী রাম কিষাণ গ্রেওয়ালের আত্মহত্যা নিয়ে উঠে এল নয়া তথ্যএকটি আত্মহত্যা। অনেক রাজনীতি। প্রাক্তন সেনাকর্মী রামকৃষাণের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। দাবি - পালটা দাবিতে ২৪ ঘণ্টাতেই পিছনের সারিতে বাকি সবকিছু। আত্মঘাতী পরিবারের পাশে থাকতে উঠে পড়ে লাগল বিজেপি। দীর্ঘক্ষণ আটকে রেখে রাত সাড়ে ৮ টার পর ছাড়া হয় রাহুল গান্ধিকে। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই বিক্ষোভে যোগ দিতে দেওয়া হয়নি কংগ্রেস সহ-সভাপতিকে।৩. ১২ জন আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে

    ১২ জন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুলধানা জেলার হিভারখেদা এলাকায় নিনাধি আশ্রন স্কুলে ৷ প্রত্যেকটি মেয়ের বয়সই ১২ থেকে ১৪ বছরের মধ্যে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করে তারা সাতজন শিক্ষককে আটক করেছে ৷৪. বেকায়দায় পবন রুইয়া, শুক্রবার জেসপ কর্তাকে শেষবার তলবশুক্রবারই পবন রুইয়ার শেষ সুযোগ। আজ ভবানীভবনে দেখা না করলে পবন রুইয়াকে গ্রেফতারের জন্য হাইকোর্টে আবেদন জানাবে সিআইডি। গ্রেফতার এড়াতে আদালত থেকে অন্তর্বর্তী নির্দেশ পেলেও, তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়। কিন্তু, ইতিমধ্যেই ৩ বার সিআইডি-কে এড়িয়েছেন রুইয়া। একইসঙ্গে জেসপ তদন্তে আনা হচ্ছে হায়দরাবাদের ফরেনসিক অডিট সংস্থাকেও।৫. ভূস্বর্গে ধৃত লস্কর-এ-তইবা জঙ্গিবৃহস্পতিবার সোপর সেক্টর থেকে লস্কর এ তইবা জঙ্গিকে  গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত লস্কর জঙ্গি ওমর খালিক ৷ সূত্রের খবর ধৃত জঙ্গি তুজের এলাকার বাসিন্দা ৷ পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ৷ পাশাপাশি দু’জন তেহেরিক-ই-জেহাদ-ই-ইসলামির দুই সদস্য-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷৬. পুলিশের মারে জখম ইঞ্জিনিয়ারিং ছাত্রপুলিশের মারে জখম ইঞ্জিনিয়ারিং ছাত্র ৷ নিগৃহীত ছাত্রের নাম উত্তম বিশ্বাস ৷ বাইকের লাইসেন্স দেখাতে না পারায় ছাত্রটিকে মারধর করে পুলিশ ৷ থানায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ৷৭. সিমি জঙ্গিদের জেল ভাঙার ছক, দেখুন এক্সক্লুসিভ ভিডিওজেলে বসেই পালানোর ছক কষেছিল সিমি জঙ্গিরা ৷ ভোপালে জেল থেকে পলাতক সিমি জঙ্গিদের এনকাউন্টারের ঘটনার পর থেকেই বিভিন্ন বিতর্ক শুরু হয়ে গিয়েছে ৷ এনকাউন্টারের আগের সিমি জঙ্গিদের গতিবিধির  একটি এক্সক্লুসিভ ভিডিও রয়েছে প্রদেশ ১৮-এর কাছে ৷৮. সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিশুক্রবার সকল থেকেই আকাশের মুখ ভাড় ৷ এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টিপাত ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে শহরে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে।৯. এবার থেকে MobiKwik-এর মাধ্যমে নিশ্চিন্তে কাটুন তৎকাল টিকিটএবার খুব সহজেই তৎকাল টিকিট বুক করতে পারবেন যাত্রীরা ৷ সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ কর্পোরেশনের সঙ্গে গাঁটছোড়া বাঁধল মোবাইল পেমেন্ট কোম্পানি MobiKwik ৷ বৃহস্পতিবার IRCTC-র সঙ্গে তাদের পার্টনারশিপের কথা ঘোষণা করেছে মোবিক্যুইক ৷ এবার থেকে ই-ক্যাশ পেমেন্টের মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে পারবেন যাত্রীরা ৷১০. সংকটমুক্ত জে জয়ললিতাCCU থেকে ছাড়া পাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ শীঘ্রই তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হবে, জানালেন AIADMK নেতা সি পোন্নাইয়ান ৷ ‘তাঁর ফুসফুসে সংক্রমণ এখন নিয়ন্ত্রণে ৷ শ্বাসপ্রশ্বাসও প্রায় স্বাভাবিক পর্যায়ে’, জানালেন সি পোন্নাইয়ান ৷

    First published:

    Tags: Bengali News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news