১. শিবপাল যাদব ইস্যুতে বাবা-ছেলে মতান্তর, নতুন দল গড়ার জল্পনা ওড়ালেন অখিলেশযেন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে হামলা এবং তার পালটা জবাব। অনেকটা এমনই গৃহযুদ্ধ চলছে উত্তরপ্রদেশের যাদব পরিবারে। রবিবার সকালেই মুলায়ম-অমর ঘনিষ্ঠ শিবপাল যাদব সহ চার মন্ত্রীকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ঘণ্টা খানেকের মধ্যেই ছেলের সবচেয়ে কাছের সহযোগী রামগোপাল যাদবকে দল থেকে বহিষ্কার করেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। বাবা-ছেলের দ্বন্দ্বে ভোটের আগে আরও বিপাকে সপা ৷২. ভাঙন আটকাতে ডাকা সমাজবাদীর বৈঠকে মিলল না সমাধনসূত্রভাঙন আটকাতে ডাকা সপা-র বৈঠক ভাঙনেই শেষ হল। ভেস্তে গেল সপার শান্তি বৈঠক। এদিন বৈঠকের শুরু থেকেই টানাপোড়েন শুরু হয়। প্রথমে বলেন অখিলেশ যাদব। আবেগপ্রবণ হয়ে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাল্টা বলতে থাকেন শিবপাল যাদব। বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখন বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুলায়ম সিং যাদব। একে অপরকে আলিঙ্গন করতে বলেন তিনি। কিন্তু, তাঁর চেষ্টা ব্যর্থ হয়। আলিঙ্গন করতে গিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ভেস্তে যায় বৈঠক। তারপরই সভাস্থল ছাড়েন অখিলেশ সিং।৩. নিরাপত্তারক্ষী-মাওবাদী সংঘর্ষে নিহত ২১ মাওবাদী
নিরাপত্তারক্ষী-মাওবাদী সংঘর্ষ নিহত ২১ জন মাওবাদী ৷ ওড়িশার মালকানগিরির ঘটনা ৷ সংঘর্ষে জখম ২ নিরাপত্তারক্ষী ৷ সোমবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বর্ডারের মালকানগিরি এলাকায় গুলির লড়াইটি হয়। ওড়িশার মালকানগিরি এলাকাটি মাওবাদী অধ্যূষিত এলাকা বলে পরিচিত । মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষ নেতা ঘটনায় নিহত হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷৪. সপার বৈঠকে প্রথম থেকেই টানাপোড়েন, অমর সিংকে ‘ভাই’ সম্বোধন মুলায়মেরগৃহযুদ্ধ চলছে উত্তরপ্রদেশের যাদব পরিবারে। পার্টির অন্তর্কলহে উত্তাল উত্তরপ্রদেশের লখনউ। দলে ভেঙে যেতে পারে বলে জল্পনা তুঙ্গে ৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো সোমবার দলের ভাঙন রুখতে এদিন জরুরি বৈঠক ডাকেন ৷ এদিন বৈঠকে শিবপাল ও অমর সিংহকে নিজের ভাই বলে ব্যাখান দেন মুলায়াম সিং ৷ পাশাপাশি ছেলেকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমিই পার্টিকে বড় করেছি ৷ দলের জন্য অনেক লড়াই করেছি ৷ আমার সঙ্গে যুবসমাজ নেই ৷ এমনটা মনে করার কোনও কারণ নেই ৷ আমি এখনও ফুরিয়ে যাইনি ৷’৫. জম্মু-কাশ্মীর সীমান্তে গুলি পাক সেনার, শহিদ BSF জওয়ানফের রবিাবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে গুলি বর্ষণে মৃত্যু হয়েছে এক জওয়ানের ৷ মৃত জওয়ানের নাম সুশীল কুমার। আহত হয়েছেন দু’জন। তাদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ৷৬. শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ, বিপর্যস্ত পরিষেবাট্রেন দেরিতে চলার অভিযোগে সোমবার সকাল থেকেই রেল অবরোধ করেন যাত্রীরা ৷ এদিন সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ৷ কোনওদিনই রাইট টাইমে আসে না ট্রেন, তারপরেও মাঝে মধ্যেই বাতিলের গেরো। কাজে বেরিয়ে নিত্যদিন ভোগান্তি। সপ্তাহের প্রথম দিনেই আপ ডায়মন্ডহারবার লোকাল বাতিল হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙল যাত্রীদের। প্রতিবাদে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখার হোটর স্টেশনে প্রায় সাড়ে চার ঘন্টা রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে রেলপুলিশের ধস্তাধস্তিও হয়। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে ৷ সমস্যায় পড়েছেন প্রচুর নিত্য যাত্রী ৷ ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আসে রেল পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায় অবরোধকারীরা ৷৭. কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ, গ্রেফতার ৩মামার ষড়যন্ত্রেই অপহরণের ছক। খুদে ভাগ্নে, ভাগ্নীকে চকোলেট কিনে দেওয়ার নাম করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বান্ধবীর হাতে তুলে দেয় নীরজ। সন্দেহ হওয়ায় শুক্রবার রাতেই মামাকে পুলিশের হাতে তুলে দেয় পরিবার। নীরজকে জেরা করে পুলিশি তৎপরতায় অবশেষে শ্রীরামপুর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে শিশু দুটিকে। শ্রীরামপুরের খটিকবাজার থেকে নীরজের বান্ধবী খুশবু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।৮. ২,০০০ টাকার নোট আসছে বাজারে !আর কয়েকদিনের মধ্যে বাজারে আসতে চলেছে ২,০০০ টাকার নোট ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শিগগিড়ি নিয়ে আসতে চলেছে নতুন নোটটি ৷ এর মানে ৫০, ১০০,৫০০ ও ১,০০০ টাকার পাশাপাশি আপনার হাতে আসতে চলেছে ২,০০০ টাকার নোট ৷ এই নোটটি ছাপানো অনেক আগেই হয়ে গিয়েছে ৷৯. ডেবিট কার্ড জালিয়াতি: ফেসবুক থেকে ফাঁস হচ্ছে আপনার তথ্য !দিকে দিকে কার্ড জালিয়াতি। কিন্তু এই কার্ড জালিয়াতির জন্য হ্যাকারদের ন্যূনতম যে টুকু তথ্য দরকার তা আমরাই আমাদের অসচেতনতায় তাদের হাতে তুলে দিচ্ছি। এমনটাই জানাচ্ছেন সাইবার অপরাধ দমন এবং আয়কর দফতরেরর কর্তা এবং বিশেষঞ্জরা। তারা বলেছেন, ফেসবুকের মতো সোস্যাল সাইট থেকে হ্যাকাররা জন্ম তারিখটি জেনে নিয়েই আপনার অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে।১০. সমাজবাদী পার্টির বৈঠকের আগে শিবপাল ও অখিলেশ যাদবের সমর্থকদের মধ্যে সংঘর্ষসমাজবাদী পার্টিতে ‘গৃহযুদ্ধ’ ঠেকাতে সোমবার জরুরি বৈঠক ডাকেন মুলায়ম সিং ৷ সব সাংসদ-বিধায়ক ও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করা হয় ৷ দলীয় কার্যালয়ে বৈঠক শুরু হয় সকাল ১০ টা নাগাদ ৷ কিন্তু বৈঠক শুরুর আগেই লখনউয়ে দলীয় কার্যালয়ের বাইরে শিবপাল যাদব ও অখিলেশ যাদবের সমর্থকরা একজোট হতে শুরু করে। দু’তরফের মধ্যে সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।