১. দিল্লিতে বিপজ্জনক বায়ু দূষণ, গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা মুখ্যমন্ত্রীর
দিল্লির বিপজ্জনক বায়ু দূষণ নিয়ে রবিবার জরুরী বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন দুপুর ১২.৩০ নাগাদ শুরু হবে ক্যাবিনেট বৈঠক ৷
২. AFC Cup 2016: ফাইনালে শেষরক্ষা আর হল না, রানার্স হয়েই ফিরছেন সুনীলরা
ম্যাচ শেষে দেখা গেল মাথায় হাত দিয়ে মাঠের মধ্যেই বসে পড়েছেন সুনীলরা ৷ খুব স্বাভাবিক সেটা ৷ এএফসি কাপের ফাইনালে উঠে আগেই ইতিহাস সৃষ্টি করেছিলেন তাঁরা ৷ কিন্তু ফাইনালে উঠে কেই বা ‘সেকেন্ড’ হতে চায় ৷ ভারতীয় ফুটবলে সর্বকালের অন্যতম সেরা ইতিহাসটা তৈরির এত কাছাকাছি পৌঁছেও শেষপর্যন্ত রানার্স হয়েই ফিরতে হচ্ছে সুনীলের বেঙ্গালুরুকে ৷ ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর হামাদি আহমেদের গোলে এশিয়া চ্যাম্পিয়ন হল ইরাকের এয়ার ফোর্স ক্লাব ৷
৩. ঘূর্ণাবর্তের অভিমুখ বাংলাদেশের দিকে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়
ঘূর্ণিঝড়ের চেহারা নিচ্ছে না বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। পশ্চিমবঙ্গকে স্বস্তি দিয়ে তার অভিমুখ এখন বাংলাদেশের দিকে, জানাল আনিপুর আবহাওয়া দফতর। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা বলেও জানানো হয়েছে।
৪. মহিষাদলে ফের ছাত্রীর শ্লীলতাহানি, চলন্ত গাড়ি থেকে ছাত্রীর ওড়না টানল মদ্যপ যুবকরা
মহিষাদলে ফের চলন্ত গাড়ি থেকে ছাত্রীর শ্লীলতাহানি। ম্যাটাডর থেকে তরুণীর ওড়না টানল মদ্যপ যুবকরা। চিৎকার করলে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা। নিয়্ন্ত্রণ হারিয়ে মণ্ডপের গেটে ধাক্কা মারে গাড়িটি। দু'জন পালালেও, বাকি তিনজনকে ধরে ফেলেন স্থানীয়রা। গণপিটুনির পর তুলে দেন পুলিশের হাতে।
৫. ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ছক? ভাষণ চলাকালীন ট্রাম্পকে সরিয়ে নিয়ে যায় ২ নিরাপত্তারক্ষী
ভোটের আর ৩ দিন বাকি। তার আগেই ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ছক? শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক ছড়াল। ট্রাম্পের ভাষণ চলাকালীন মাঝপথেই বিপত্তি ৷ শনিবার নেভাডার রেনোতে নিবার্চনী প্রচারে ভাষণ দেওয়ার সময় মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যায় ২ নিরাপত্তারক্ষী ৷ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
৬. প্রকাশ্যে রাজধানীর রাস্তায় যুবক-যুবতীকে গুলি করে আত্মঘাতী অভিযুক্ত
কাজ থেকে ফেরার পথে এক মহিলা ও তার পুরুষসঙ্গীকে গুলি করে হত্যা করার চেষ্টা করলেন এক যুবক ৷ এরপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়াম এলাকায় ৷ তিনজনকেই AIIMS ট্রেমা সেন্টারে ভর্তি করা হয়েছে ৷
৭. চাকরির আবেদনকারী কমছে স্কুল সার্ভিসে, শূন্যপদ ভরবে কিনা সেই নিয়ে আশঙ্কা
বিএড বাধ্যতামূলক হওয়ায় চাকরির আবেদনকারী কমছে স্কুল সার্ভিসে ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে আবেদনকারীর সংখ্যা অনেকটাই কম ৷ তুলনায় উচ্চ প্রাথমিকে আবেদনকারী বেশি ৷ যেখানে নবম-দশমে আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার, একাদশ-দ্বাদশে আবেদনকারী ১ লক্ষ ৫৫ হাজার সেখানেই উচ্চ প্রাথমিকে আবেদনকারী প্রায় ২ লক্ষ ২৫ হাজার ৷
৮. ১০ টাকার জাল কয়েন নিয়ে সতর্ক থাকুন !
আমরা সবাই জাল-নোট নিয়ে অনেক চিন্তায় থাকি ৷ অনেক সময়েই এটিএম থেকে টাকা তোলার সময় জাল নোট বেরোয় ৷ যা দেখতে হুবুহু আসল নোটের মতোই ৷ এমন নোট নিয়ে রাস্তাঘাটে হয়রানির শিকারই হতে হয় আপনাকে ৷ কারণ কিছু কেনাকাটা করতে গিয়েই প্রথম ধরা পড়ে যে নোটটি জাল ৷ এ তো গেল নোটের কথা ৷ কিন্তু আপনি কি জানেন, বাজারে এখন ঘুরে বেড়াচ্ছে জাল কয়েনও ! হ্যাঁ সত্যি, সেটাও আবার দশ টাকার কয়েন ৷ যা আমরা সচরাচর ব্যবহার করে থাকি না ৷ এবার তাই এই কয়েন ব্যবহারের সময় আরও বেশি সতর্ক থাকুন ৷
৯. ওলি-গলিতেও আগুনের মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ, নতুন সংযোজন MSWT
অবশেষে নতুন পথ খুজে বার করল দমকল বিভাগ। রাজ্যর যে কোন শহরেই ঝুপড়ি ও সংকীর্ণ পথের দেখা মেলে। এমনকি আগুন লাগার ঘটনাগুলিও সেই সব এলাকাতেই বেশী হয়ে থাকে। সংকীর্ণ গলি বা সরু রাস্তায় দমকলের বিশালাকার ইঞ্জিন পৌছতে অনেক ক্ষেত্রেই বাধাও পেয়েছে। ফলস্বরূপ আগুনে ক্ষতির পরিমানও উর্ধ্বমুখী হত। শেষ অবধি বিকল্প পথ খুজে বের করা ছাড়া কোন উপায় ছিল না দমকল বিভাগের কর্মীদের কাছে। এবার সেই সমস্যা এড়াতেই দমকল বিভাগে নতুন করে সংযোজন করা হল MSWT ইঞ্জিন। যা সহজেই ওলি-গলিতে ঢুকে গিয়ে আগুনের মোকাবিলা করতে পারবে।
১০. এমআরআই স্ক্যান করাতে এসে বিপাকে রোগীরা, ৭ মাস থেকে ১ বছর পর মিলছে ডেট
এসএসকেএমে এমআরআই স্ক্যান করাতে এসে নাকাল রোগীরা। স্ক্যান দরকার দ্রুত। অথচ হাসপাতাল পরীক্ষার জন্য সময় দিয়েছে এক বছর পর। ফলে বাধ্য হয়ে বাইরে থেকেই ওই পরীক্ষা করাতে হচ্ছে রোগীর পরিবারকে। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, রোগীর চাপ বাড়ায় এত সময় লাগছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news