এই মুহূর্তের সেরা দশটি খবর

এই মুহূর্তের সেরা দশটি খবর

  • Last Updated :
  • Share this:

    ১. কালো টাকা রুখতে এবার জনধন যোজনার অ্যাকাউন্টে লাগামপ্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্পের হাত ধরেই সাদা হচ্ছে কালো টাকা? নোট বাতিল হতেই দেশের বিভিন্ন এলাকায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে বাতিল টাকা জমা দেওয়ার হিড়িক পড়ে যায়। কালো টাকা রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিলেন মোদি সরকার ৷২. নোট বাতিল নিয়ে মোদির সিদ্ধান্ত হিটলারের মত, বললেন মমতাজরুরি অবস্থার চেয়ে খারাপ অবস্থা দেশের। নোট বাতিল নিয়ে মোদির সিদ্ধান্ত হিটলারের মত। গোমতীর তীরে, মুলায়মের গড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।৩. নোট বাতিলের পর তিনদিনে বিক্রি হয়েছে ১ লক্ষের বেশি iPhone

    পাঁচশো, হাজারের মতোই প্রায় মুখ থুবড়ে পড়েছে বেশ কিছু ব্যবসা ৷ একে ব্যাঙ্কের লাইন,. তার উপরে অধিকাংশ এটিএমে নো ক্যাশ। হাতে যে টুকু খুচরো টাকা পড়ে আছে, তা দিয়ে বাজারের বিলাসিতা দেখাচ্ছেন না অনেকেই। অনেক ব্যবসায়ী জানিয়েছেন যে নোট বাতিলের পর থেকেই তাদের বিক্রি কমে গিয়েছে ৷ কিন্তু এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল আই ফোন বিক্রেতাদের ক্ষেত্রে ৷৪. উরির ধাঁচে নগরোটার সেনাছাউনিতে হামলা, শহিদ ২ আধিকারিক সহ ৭ জওয়ানজম্মু-কাশ্মীরে ফের উরি-র ধাঁচে সেনাপোশাকে হামলা জঙ্গিদের। মঙ্গলবার ভোরে সেনাছাউনিতে আচমকা হামলা চালায় কয়েকজন জঙ্গি। তাদের লক্ষ্য ছিল, সেনাবাহিনীর অস্ত্রাগার। দফায় দফায় গুলির লড়াইয়ের পর নিহত ৪ জঙ্গি। মৃত্যু হয়েছে দুই আধিকারিক-সহ পাঁচজনের ৷ সাম্বা সেক্টরেও গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২ জঙ্গির।৫. দিল্লিতে কুয়াশার জেরে ব্যাহত উড়ান ও ট্রেন পরিষেবাকুয়াশায় ঢাকা পড়ল রাজধানী ৷ এর জেরে দিল্লিতে থমকে গেল বিমান ও রেল পরিষেবা। বুধবার সকাল ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ ৷ এর জেরে বিঘ্ন হয়েছে বিমান পরিষেবা ৷ দৃশ্যমানতা নামতে থাকলে বন্ধ রাখা হয় বিমান চলাচল। বাতিল হয়েছে বেশ কয়েকটি বিমান ও ট্রেনও ৷ দিল্লি ও লখনউ বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা ৷ ঘন কুয়াশায় বিমান ওঠানামায় দেরি হচ্ছে ৷ দেরিতে চলছে অনেক উড়ান ৷৬. নোটের প্রতিবাদ রাস্তা থেকে এবার বিধানসভায়, নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূলরাস্তার আন্দোলন এবার উঠে আসছে বিধানসভাতেও। আসন্ন শীত অধিবেশনে কেন্দ্রের নোট বাতিলের বিরোধিতায় নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এই প্রস্তাবকে সর্বদলীয় প্রস্তাব আকারে পাস করাতে তৎপর শাসক দল। বুধবার স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে সেই চেষ্টাই চালাবে তৃণমূল। কিন্তু নোট-বাতিলের প্রতিবাদে বিধানসভায় আলাদা আলাদা নিন্দা প্রস্তাব আনার কৌশল রয়েছে বাম-কংগ্রসেরেও।৭. শিশু পাচারকাণ্ডে ধৃত আরও ১ চিকিৎসকশিশু পাচারকাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য ৷ ধৃত আরও ১ চিকিৎসক ৷ সন্তোষ সামন্তর পর এবার ধৃত দিলীপ ঘোষ ৷ চক্রে জড়িত সকলের মধ্যে কেবল এই দুজনই MBBS ডাক্তার ৷ বাকিরা সকলেই হাতুড়ে চিকিৎসক ৷৮. সিনেমা হলেও জাতীয় সংগীত বাধ্যতামূলকএবার থেকে সিনেমা হলেও জাতীয় সংগীত বাধ্যতামূলক ৷ সিনেমা শুরুতে জাতীয় সংগীত হবে ৷ জাতীয় সংগীতের কোনও বাণিজ্যিক ব্যবহার নয় ৷সিনেমার পর্দায় ভেসে উঠবে জাতীয় পতাকা ৷ সব দর্শককে উঠে দাঁড়াতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের  ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মানল কেন্দ্র ৷ সব রাজ্যের মুখ্যসচিবালয়ে নির্দেশ ৷৯. শিশু পাচার রুখতে কড়া রাজ্য শিশু পাচার রুখতে কড়া রাজ্য ৷ শিশুদের নিয়ে কাজ করা NGO-র তথ্য ৷রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা NGO-র তথ্য ৷ পুলিশ, পুরসভাকে তথ্য খতিয়ে দেখতে নির্দেশ ৷ সরকারের কাছে রিপোর্ট জমার নির্দেশ ৷ প্রতি সপ্তাহে হোমগুলি পরিদর্শন করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ৷১০. শীতের বাধা নিম্নচাপশীতের বাধা নিম্নচাপ ৷ চেন্নাই উপকূলে নিম্নচাপের ভ্রুকুটি ৷ নিম্নচাপের জন্য নামছে না তাপমাত্রা ৷ ৩-৪ ডিসেম্বরের মধ্যেই শহরে শীতের আগমন ৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ সর্বনিম্ন ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, জানাল আলিপুর আবহাওয়া দফতর

    First published:

    Tags: Bengali News, Best Top 10 News, Best Top Ten News Of The Moment, ETV News Bangla, Top 10 news