SIR Hearing : খসড়া তালিকায় নাম আছে, তবুও অসুস্থ কবি জয় গোস্বামীকে হিয়ারিং-এর জন্য ডাক! হেনস্থার অভিযোগ স্ত্রীর

Last Updated:

Joy Goswami : প্রস্রাবজনিত সমস্যা, অস্ত্রোপচার। গত এক মাসের বেশি সময় ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তবুও কবি জয় গোস্বামীকে পড়তে হল এসআইআর-এর গেরোয়!

News18
News18
কলকাতা : প্রস্রাবজনিত সমস্যা, অস্ত্রোপচার। গত এক মাসের বেশি সময় ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তবুও কবি জয় গোস্বামীকে পড়তে হল এসআইআর-এর গেরোয়!
রাজ্যে এসআইআর আবহে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং। হিয়ারিং পর্ব নিয়ে ইতিমধ্যে একের পর এক অভিযোগ উঠে এসেছে। বয়স্ক ব্যক্তিরা শুনানি নিয়ে প্রবল সমস্যা পড়ছেন বলে অভিযোগ করছেন। আর এবার অসুস্থ জয় গোস্বামীও একই সমস্যায় পড়লেন। খসড়া তালিকায় নাম ছিল তাঁর। এর পরও আচমকা ফোন শুনানির জন্য! বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে এই হেনস্থার প্রতিবাদ করলেন তাঁর স্ত্রী।
advertisement
জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়, হিয়ারিং-এ আসতে হবে। জয় গোস্বামী, তাঁর স্ত্রী কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী এনুমারেশন ফর্ম জমা দেন নিয়ম মেনে। এমনকী খসড়া তালিকায় নামও ছিল। তার পরও আচমকা ফোন পান। তবে তিনি বিএলও-কে স্পষ্ট জানিয়ে দেন, অসুস্থ জয় গোস্বামীকে নিয়ে হিয়ারিং-এ যাওয়া কোনওভাবেই সম্ভব নয়। এখন দেখার, এর পর কী করতে হয়! আর তা নিয়ে রীতিমতো টেনশনে আছে জয় গোস্বামীর গোটা পরিবার।
advertisement
advertisement
মাসখানেক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রস্রাবের সমস্যা ছিল তাঁর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবি। তার পরও তাঁকে হিয়ারিং-এ ডেকে পাঠানোয় প্রবল বিতর্ক।
আরও পড়ুন- কলকাতা মেট্রোর কাজ কেন আটকে? বাংলায় এসেই উত্তর দিলেন অমিত শাহ
জয় গোস্বামীর স্ত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০০২ সালে তাঁদের নাম ছিল না ভোটার তালিকায়। বর্তমানে সল্টলেকে থাকলেও যে বিধানসভা কেন্দ্রে এতদিন তাঁরা ভোট দিয়েছেন, সেখানে গিয়ে সব নিয়ম মেনে এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। খসড়া তালিকায় নাম এসেছিল। ফলে তাঁরা নিশ্চিন্ত ছিলেন। কিন্তু এর পরও হিয়ারিং-এর জন্য ফোন আসতে চিন্তা বেড়েছে তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Hearing : খসড়া তালিকায় নাম আছে, তবুও অসুস্থ কবি জয় গোস্বামীকে হিয়ারিং-এর জন্য ডাক! হেনস্থার অভিযোগ স্ত্রীর
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement