'নিরপরাধী শিক্ষকদের চাকরিতে বহাল করা হোক...', ই-মেইলে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকে আবেদন 'যোগ্য' শিক্ষকদের

Last Updated:

Bengal SSC Scam: 'আমরা নিরপরাধী', অযোগ্য লিস্ট বেরোতেই চাকরিতে ফেরানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল এবার 'যোগ্য' শিক্ষকদের মঞ্চের তরফে।

 মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল 'যোগ্য' শিক্ষকদের
মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল 'যোগ্য' শিক্ষকদের
কলকাতা: ‘আমরা নিরপরাধী’, অযোগ্য লিস্ট বেরোতেই চাকরিতে ফেরানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে ই-মেইল এবার ‘যোগ্য’ শিক্ষকদের মঞ্চের তরফে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে কর্মরত যে ১৫৪০৩ চাকরিহারা শিক্ষকরা রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছেন এবার অযোগ্যদের তালিকা প্রকাশের পরেই তাঁদের মঞ্চের তরফে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
আমরা নিরপরাধী এই দাবি জানিয়ে এসএসসি দাগি তালিকা প্রকাশের পরই এবার তাদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানালেন এই শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই মর্মে একটি ই-মেইল পাঠানো হয়েছে তাঁদের আবেদন নিয়ে। তাঁদের বক্তব্য, “অযোগ্য শিক্ষক যখন চিহ্নিত হয়েই গিয়েছে তখন তাঁরা আবার পরীক্ষায় বসতে নারাজ।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ২০২৫ এক বিতর্কিত রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট রাজ্যের ২৬,০০০ শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের কাছে আবেদন করে যাতে বলা হয় এই ভাবে রাতারাতি ২৬০০০ চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ আশঙ্কা। এতে রাজ্যের বিদ্যালয়গুলি শিক্ষক সঙ্কটে ভুগবে। তাই যতদিন না নিয়োগ পুনরায় হচ্ছে ততদিন চিহ্নিত দাগি নন এমন শিক্ষকদের বহাল রাখার আবেদনও জানানো হয় সুপ্রিম কোর্টে।
advertisement
পর্ষদের এই আবেদনের পরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা চিহ্নিত দাগি নন তাঁরা শিক্ষকতা করতে পারবেন। সেই অনুযায়ী এই শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয় কমিশনের তরফে। এই চিহ্নিত দাগি নন এমন ১৫৪০৩ শিক্ষকই তাঁদের মঞ্চের তরফে আজ এই দাবি তুললেন। মঞ্চের তরফে এমনটাই জানান চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল। এই শিক্ষকরা চান নতুন করে পরীক্ষা কেন, তাঁদের আবার তাঁদের চাকরিতেই পুনর্বহাল করা হোক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'নিরপরাধী শিক্ষকদের চাকরিতে বহাল করা হোক...', ই-মেইলে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতাকে আবেদন 'যোগ্য' শিক্ষকদের
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement