SSC নিয়োগ দুর্নীতি মামলা...! আচমকা কোর্টরুমে তুলকালাম, সিবিআইয়ের সহকারী আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bengal SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আচমকা তুমুল হইচই। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ চলাকালীন সিবিআইয়ের আইনজীবীর সহকারী আইনজীবীর সঙ্গে অভব্য আচরণ ও অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হল কোর্ট রুম।
কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আচমকা তুমুল হইচই। মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ চলাকালীন সিবিআইয়ের আইনজীবীর সহকারী আইনজীবীর সঙ্গে অভব্য আচরণ ও অশালীন মন্তব্য ঘিরে উত্তাল হল কোর্ট রুম।
অভিযুক্তপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যের অভিযোগ উঠল সিবিআইয়ের সহকারী আইনজীবীর বিরুদ্ধে। পাল্টা প্রতিবাদ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা
advertisement
আলিপুর সিবিআই আদালতের বিচারকের সামনেই এজলাসে দুপক্ষের তুমুল বচসা বেধে যায়।
সিবিআইয়ের সহকারী আইনজীবীকে কোর্ট রুম অর্থাৎ এজলাস থেকে চলে যেতে নির্দেশ আদালতের।
advertisement
এদিকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এক টেকনিক্যাল অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হয়। ওই সাক্ষী জানান, “কর্তৃপক্ষের নির্দেশে চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া ছিল আমার দায়িত্ব। ২০১৮ সালে প্রায় পাঁচ থেকে ছ’হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছিল। হার্ড কপির ভিত্তিতে তৈরি হত সফট কপি।”
advertisement
অভিযোগ, লকডাউনের সময়েও চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ। সাক্ষীর দাবি, ওই নিয়োগপত্র আরটিআইয়ের নাম করে বিতরণ করা হয়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 4:21 PM IST

