Presidency University : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যপাল! জানুন

Last Updated:

Presidency University : সূত্রের খবর এদিন তিনি জাতীয় শিক্ষা নীতির হয়ে সাওয়াল করেন অধ্যাপকদের বৈঠকে।

কলকাতা: এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আচমকা পরিদর্শনে রাজ্যপাল তথা আচার্য্য সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ তিনি পরিদর্শনে যান রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে এসেও বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস কে। এস এফ আই ছাত্র সংগঠনের তরফে এদিন জাতীয় শিক্ষা নীতি চালুর কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। তবে রাজ্যপাল বিক্ষোভকারী ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করেন।
এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছেলেও উপাচার্য অধ্যাপক অনুরাধা লহিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়নি! কারণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকার কারণে তিনি এদিন আসতে পারেননি। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিষ্টার দেবজ্যোতি কোনার, ডন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি সহ অন্যান্য অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আচার্য্য সি ভি আনন্দ বোস।
advertisement
advertisement
সূত্রের খবর এদিন তিনি জাতীয় শিক্ষা নীতির হয়ে সাওয়াল করেন অধ্যাপকদের বৈঠকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের বিষয় কথা বলেন। এবিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দেবজ্যোতি কোনার জানান " রাজ ভবন তরফে উপাচার্যকে বৃহস্পতিবার সকালে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ে আসার কথা জানানো হয়। এদিন বৈঠক হয়েছে, উনি বিশ্ব বিদ্যালয়ের পঠন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ছেন। এটা একটা আলোচনার মত। "
advertisement
অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পর থেকেই জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা সহ ২০১৯ সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, মেসের খাবার সহ একাধিক বিষয়ে চিঠি দিতে চায় এস এফ আই সমর্থিত ছাত্র ছাত্রীরা। সেই বিষয়ে রাজ্যপাল ছাত্র ছাত্রীদের সঙ্গে কথাও বলেন। তবে ছাত্র ছাত্রীদের অভিযোগ রাজ্যপাল তাঁদের কথা শুনলেও যথাযথ সমস্যার সমাধান করতে পারেননি! প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। গত বুধবার তিনি বারাসত স্টেট ইউনিভার্সিটি পরিদর্শনেও গেছিলেন।
advertisement
ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Presidency University : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যপাল! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement