Bengal Global Business Summit: শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আসছেন মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দাল, জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bengal Global Business Summit (BGBS) 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের চা চক্রেই কার্যত শুরু হয়ে গেল শিল্প সম্মেলন। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন
কলকাতা: একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে বিদেশ থেকে আগত বণিকমহলের উপস্থিতি। বুধবার থেকে শুরু হতে chola ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান এবার আরও বড় আকারে হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মমতা জানান, মোট ২২টি দেশের প্রতিনিধিরা আসছেন আজ। বিভিন্ন অ্যাম্বাসডররা আসছেন। আস্তে পারেন ভুটানের প্রধানমন্ত্রীও।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের চা চক্রেই কার্যত শুরু হয়ে গেল শিল্প সম্মেলন। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যে আরও বিনিয়োগের লক্ষ্যে হাজির শিল্পপতিরাও। রাজ্যের শিল্প মানচিত্রে এবার নতুন হল AI হাব। সম্মেলনে যোগ দিচ্ছে ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি শিল্প সর্বক্ষেত্রের মানুষ। আলোচনায় উঠে আসবে কৃষিপণ্য থেকে কুটির শিল্প। শিল্প সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পর্যটনকে। সম্মলনে বিশেষ আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
advertisement
advertisement
বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 5:52 PM IST