Buddhadeb Bhattacharya Health Update: সুস্থ-স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, ভর্তির সপ্তম দিনে অবস্থার উন্নতি... কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বর্তমানে তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্ট-এ রয়েছেন। হাসপাতালে থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বুদ্ধবাবু অ্যালার্ট রয়েছেন।
কলকাতা: বেশ খানিকটা স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। গত শনিবার ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্ট-এ রয়েছেন। হাসপাতালে থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বুদ্ধবাবু অ্যালার্ট রয়েছেন।
চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন বুদ্ধবাবু। বৃহস্পতিবার দুপুরে তাঁর বুকের ইউএসজি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এই মুহূর্তে কোনও আলাদা প্রক্রিয়ার প্রয়োজন নেই। ফিজিওথেরাপি চলছে। শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে। এখনও পর্যন্ত রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাঁকে ।
পালমোনোলজিস্ট ডাঃ (প্রফেসর) ধীমান গঙ্গোপাধ্যায় তাঁকে দেখছেন। আজ শুক্রবার বিকালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।বর্তমানে যে IV অ্যান্টিবায়োটিক তিনি গ্রহণ করছেন তা শনিবার পর্যন্ত থাকবে। তিনি রাইলস টিউব খাচ্ছেন। তাঁর সার্বিক ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল য়েছে।
advertisement
advertisement
বুদ্ধদেবের চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ওই দলে রয়েছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পাণ্ডা (ক্রিটিক্যাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিক্যাল কেয়ার), সরোজ মণ্ডল (হৃদ্রোগ বিশেষজ্ঞ), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারনাল মেডিসিন এবং পালমনোলজি), ধ্রুব ভট্টাচার্য (ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার), আশিস পাত্র (অ্যানাস্থেশিয়া), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট), সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি), সোমনাথ মাইতি (জেনারেল মেডিসিন), সপ্তর্ষি বসু (ফিজিশিয়ান এবং সুপার), দীপনারায়ণ মুখোপাধ্যায় (ইনফেকশাস ডিজ়িজ স্পেশালিস্ট) এবং সেমন্তী চক্রবর্তী (এন্ডোক্রিনোলজি)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 12:30 PM IST