#কলকাতা: আগে থেকেই জল্পনা ছিল৷ সেই মত দফায় দফায় ভেঙে দেওয়া হল রাজ্যের ভোটের দিনক্ষণ৷ মোট ৮ দফায় ভোট হবে বাংলায়৷ যা নজিরবিহীন৷ এর আগে ৭ দফা ভোট হয়েছে রাজ্যে৷ মূলত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতেই এভাবে ভোটের দিনগুলিকে ভাগাভাগি করা হয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ মোটের উপর প্রতিটি জেলায় দফায় দফায় ভোট দিতে হবে সাধারণ মানুষকে৷ একদিকে যেমন করোনার ফলে বুথ সংখ্যা বেড়েছে, তেমনই ভোটের উত্তাপের কথা মাথায় রেখে জোরদার করতে হবে নিরাপত্তা৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় মোতায়ন করতে মাঝে কিছুটা সময়ও প্রয়োজন৷ সেই সব দিক মাথায় রেখেই এভাবে প্রায় মাস খানেক ধরে বিধানসভা ভোটের অভিজ্ঞতা হবে রাজ্যবাসীর৷ কলকাতাতেও ভোট হলে দু দফায়৷ ২৬ এপ্রিয় ভোট হবে দক্ষিণ কলকাতার এবং ২৯ এপ্রিল ভোট হবে উত্তর কলকাতায়৷
মোট ৮ দফা ভোট হবে বাংলায়৷ ভোট হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল৷ ভোট গনণা ২ মে৷ বাংলার জন্য দু’জন পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷
নির্বাচন কমিশনের দিন ঘোষণার পর পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ এত দফায় ভোট হলে সাধারণ মানুষের সমস্যা হবে বলে মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের৷ যদিও এভাবে বিস্তৃত ভোটের দিনক্ষণ নিয়ে খুশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ নির্বাচনকে ঘিরে রাজ্যে অশান্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল কংগ্রেস৷ এবং সেই মতই পদক্ষেপ নিয়েছে কমিশন৷ মত তাঁর৷ বাংলায় ৮ দফা নির্বাচান নিয়ে খুশি বিজেপি নেতারাও৷ যদিও অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ২৩৪ আসন সংখ্যার তামিল নাড়ু বিধানসভায় ১ দফা ভোট করতে পারে কমিশন তাহলে কেন বাংলায় ২৯৪ আসনে ৮ দফায় ভোট? তবে আপাতত রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ দিন ঘোষণার পর লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামছে সব দল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Elections, Bengal Elections 2021, West Bengal Assembly Election 2021