ঠিকানা বদল হতে চলেছে বিজেপি রাজ্য দফতরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই রাজ্য বিজেপির নতুন দফতর উদ্বোধনের ভাবনা বলে সূত্রের খবর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ি, কলকাতা: ঠিকানা বদল হতে চলেছে বিজেপি রাজ্য দফতরের। ৬ মুরলিধর সেন লেন থেকে বিজেপি রাজ্য দফতরের নতুন ঠিকানা হতে চলেছে নিউ টাউন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপি রাজ্য দফতরের নতুন দফতর উদ্বোধনের ভাবনা বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি মনে করছে, দল বড় হচ্ছে, তাই রাজ্য দফতরও বড় হওয়া প্রয়োজন। বড়সড় জায়গা চিহ্নিত করে কলকাতার রাজ্য দফতর নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার ব্যাপার ইতিমধ্যেই অনুমতি মিলেছে কেন্দ্রীয় নেতৃত্বের বলে জানা গিয়েছে।
সেন্ট্রাল অ্যাভিনিউ লাগোয়া ৬ মুরলীধর সেন লেন বিজেপির রাজ্য দফতরের বর্তমান যে ঠিকানা, সেই ঠিকানা সরু গলির মধ্যে হওয়ায় অনেক হাইপ্রোফাইল নেতাই নিরাপত্তা জনিত কারণে সেখানে আসতে পারতেন না।
advertisement
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপির বর্তমান যে হেডকোয়ার্টার মুরলীধর সেন লেন সেই কার্যালয়কে উত্তর কলকাতা জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করবে দল। হেস্টিংসের যে কার্যালয় ভাড়া নেওয়া রয়েছে সেটিও ছেড়ে দিতে চাইছে রাজ্য নেতৃত্ব। নিউ টাউনে ইতিমধ্যেই খোঁজখবর শুরু হয়েছে নতুন ঠিকানার। প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হোক কিংবা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকেরই বাসস্থানের বর্তমানে ঠিকানা নিউটাউন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে পূর্ণ সময়ের জন্য সদ্য পর্যবেক্ষক নিযুক্ত হওয়া মঙ্গল পাণ্ডেরও দলের তরফে থাকার ব্যবস্থা নিউটাউনেই করা হচ্ছে বলে খবর।
advertisement
২০২৪-এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিশেষ নজরে বাংলা। ঢেলে সাজানো হয়েছে রাজ্য কমিটি। পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বেরও। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এবার বড়সড় রাজ্য দফতর করার পথে বঙ্গ বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 3:14 PM IST