Bengal BJP: একুশের কৌশল তেইশে, রাজ্যে বুথ-সংগঠন মজবুত করাই লক্ষ্য বিজেপির
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিজেপির নজর এখন অন্য রাজনৈতিক দলের কর্মীদের দিকে। নিউজ18 বাংলার হাতে এসেছে বঙ্গ বিজেপির একটি সার্কুলার। যাতে দলীয় নেতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘‘অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের কাছে পৌঁছতে হবে। এবং তাঁদের বিজেপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: একুশের কৌশল তেইশে। পঞ্চায়েত ভোটের আগে বুথ মজবুত করতে বিজেপির নজর এবার অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দিকে।
বঙ্গে ভাল ফল করতে হলে বুথ মজবুত করতেই হবে। বঙ্গ সফরে এসে বারবার এই বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু, সময় গেলেও ছবি বদলায়নি। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। অথচ, পদ্মের বুথ সংগঠন সেই তিমিরেই। এই পরিস্থিতিতে মরিয়া বিজেপির নজর এখন অন্য রাজনৈতিক দলের কর্মীদের দিকে। নিউজ18 বাংলার হাতে এসেছে বঙ্গ বিজেপির একটি সার্কুলার। যাতে দলীয় নেতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘‘অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের কাছে পৌঁছতে হবে। এবং তাঁদের বিজেপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।’’
advertisement
advertisement
পর্যবেক্ষকদের একাংশের মতে, মূলত দু’ধরনের রাজনৈতিক নেতা-কর্মীদের টার্গেট করতে চাইছে বিজেপি। বিক্ষুব্ধ তৃণমূল। এবং সিপিআইএম। কিন্তু, অন্য দলের নেতা-কর্মীদের জন্য দরজা এর আগেও খুলেছে বঙ্গ বিজেপি। একুশের বিধানসভা ভোটের আগে। সেবার ভোটে ভরাডুবি হয়। উল্টে ভোটের পর দলের অন্দরেই নানা প্রশ্ন ওঠে।
advertisement

পঞ্চায়েতের আগে ফের দরজা খোলার প্রস্তুতি পদ্মের ঘরে। ফিরছে কৌশল। ফিরছে সংশয়ও। অনেকদিন ধরেই নড়বড়ে সংগঠন নিয়ে ঘোর দুশ্চিন্তায় বঙ্গ বিজেপি। বুথ শক্তিশালী করতে এবার কি বিজেপির 'টার্গেট' বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা? কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই বঙ্গ বিজেপি নেতৃত্বকে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতে বারবারই কড়া নির্দেশ দিয়ে থাকে। কিন্তু বুথের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ‘ডাহা ফেল’ বঙ্গ পদ্ম শিবির বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
advertisement
এখনও পর্যন্ত অনেক জায়গাতে বুথ কমিটিই তৈরি করে উঠতে পারেনি গেরুয়া শিবির। তাই কি এবার বুথ সশক্তিকরণ অভিযানে কট্টর বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের দলে টানার কৌশল? দলের রাজ্য কমিটির এক 'গোপন' সার্কুলার নিউজ18 বাংলার হাতে। যেখানে বুথ শক্তিশালী করতে কী কী করণীয়? সেই তালিকায় এও উল্লেখ রয়েছে যে, ‘‘অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের কাছে পৌঁছানো এবং তাদের বিজেপির সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা।’’ আর এই নিয়েই গেরুয়া শিবিরের অন্দরের একাংশে উঠছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2023 8:23 AM IST









