Bengal Bjp: পাখির চোখ পঞ্চায়েত, প্ল্যান সাজাচ্ছে বিজেপি! নির্দেশ আসছে দিল্লি থেকে

Last Updated:

Bengal Bjp: লক্ষ্য পঞ্চায়েত ভোট। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি আন্দোলনের ঝাঁঝ বাড়াতে রণকৌশল বৈঠকে পদ্ম শিবির। 

পদ্ম-কৌশল
পদ্ম-কৌশল
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  লক্ষ্য পঞ্চায়েত ভোট। নভেম্বর মাসের শুরুর সপ্তাহ থেকেই  রাজ্যজুড়ে কোমর বেঁধে আন্দোলনে ঝাঁপাচ্ছে পদ্ম ব্রিগেড। একদিকে রাজনৈতিক নানান কর্মসূচি। অন্যদিকে সংগঠন মজবুত করার লক্ষ্যে জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে উৎসব মিটলেই ফের আন্দোলনে নামার কথা বলা হয়েছিল। সেই মতোই নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। শীঘ্রই আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে'। পাখির চোখ পঞ্চায়েত ভোট। নভেম্বর থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে ঝাঁপাছে পদ্ম শিবির। বঙ্গ পদ্ম নেতাদের মুখে মুখে ডিসেম্বর মাসে দেখুন না কী হয়, এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তরজা। তারই মাঝে  বিজেপির কার্যত ‘নভেম্বর বিপ্লব’ কর্মসূচি নিয়ে চলছে সাংগঠনিক আলোচনা।
কীভাবে আন্দোলনে নামবে বিজেপি? গেরুয়া শিবির সূত্রের খবর, নভেম্বর থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। প্রতিটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে বলে দাবি নেতৃত্বের। প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে বলে জানা গেছে। বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। উৎসব মিটতেই ফের পথে নামার প্রস্তুতি পদ্ম শিবিরে।
advertisement
advertisement
সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলির বিরুদ্ধে কী কী দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তালিকা তৈরি করতে হবে। গ্রামে গ্রামে গিয়ে করতে হবে তার প্রচার।প্রয়োজনে ইস্যুভিত্তিক সভা এবং মিছিল করতে হবে। জেলায় জেলায় করতে হবে আইন অমান্য কর্মসূচিও। সূত্রের এও খবর, পঞ্চায়েতের লড়াইয়ে স্থানীয় সমস্যার পাশাপাশি আরও একাধিক ইস্যুকে হাতিয়ার করতে পারে বিজেপি। যেমন, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ। এবং অবশ্যই নিয়োগ দুর্নীতি।
advertisement
তৃণমূলের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে ব্যস্ত থাকলেও, নিজেদের সাংগঠনিক দুর্বলতা নিয়েও দুশ্চিন্তা কাটছে না বিজেপির। সম্প্রতি হেস্টিংসে দু’দিনের বৈঠকে কেন্দ্রীয় নেতারা বঙ্গ বিজেপিকে বার্তা দেন, বুথ শক্তিশালী না করতে পারলে পঞ্চায়েত ভোটে ভাল ফল করা যাবে না। নিজেদের দ্বন্দ্ব মিটিয়ে একজোট হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই বুথ শক্তিশালী করার পাশাপাশি আন্দোলনের রণকৌশল ঠিক করতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি বৈঠক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: পাখির চোখ পঞ্চায়েত, প্ল্যান সাজাচ্ছে বিজেপি! নির্দেশ আসছে দিল্লি থেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement