Tmc: 'মোদির উপর অভিশাপ', পোস্তার স্মৃতি মনে করিয়ে মোরবি নিয়ে এবার পাল্টা আসরে তৃণমূল

Last Updated:

Tmc: কুণাল ঘোষের সংযোজন, ''এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠান। খুঁজে দেখুন- কাটমানি কে নিল, কেন ফিট সার্টিফিকেট ছাড়া সেতু খোলা হল?''

কুণাল ঘোষের নিশানায় মোদি
কুণাল ঘোষের নিশানায় মোদি
#কলকাতা: গুজরাতের মোরবি জেলায় ব্রিজ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্রিজ ভেঙে নদীর জলে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এরপরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ রাজ্যে নিত্যদিন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। এবার সুযোগ বুঝে গুজরাতের ঘটনা নিয়েও বিজেপিকে পাল্টা আক্রমণে নেমেছে শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, ''গুজরাতে যে ভাবে সেতু ভেঙে গেল, নদীতে পড়ে গেলেন এত মানুষ! এটা বিপর্যয়। শোক জ্ঞাপন করছি। আগে এই সমস্যার সমাধান হোক। অনেকে নিখোঁজ। আমরা রাজনীতির বিপক্ষে। কিন্তু বিজেপি শকুনের রাজনীতি করে৷ উনি (নরেন্দ্র মোদি) এই রাজ্যের একটা ঘটনা নিয়ে বলেছিলেন ভগবানের হাত। আসলে গুজরাতের এই ঘটনা মোদির ওপর অভিশাপ। ভোটের জন্য তড়িঘড়ি করে সেতু খুলে দেওয়া হল। সেতুর ফিট সার্টিফিকেট ছিল না। উদ্ধারকাজ অভিযান ছিল না। হাসপাতালে চিকিৎসা ছিল না।''
এখানেই শেষ নয়, কুণালের সংযোজন, ''এবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠান। খুঁজে দেখুন- কাটমানি কে নিল, কেন ফিট সার্টিফিকেট ছাড়া সেতু খোলা হল? যে সংস্থাকে ব্রিজের কাজে যুক্ত করা হল, তাদের অভিজ্ঞতা আদৌ আছে কি? সিবিআই গিয়ে দেখুক। ডাবল ইঞ্জিন সরকারের উদ্ধার ও চিকিৎসা ছিল না। দিলীপ ঘোষের প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী কোথায় ছিল। মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কোথায় গেল ইডি-সিবিআই? তারা কোথায় গেলেন? যান এবার।''
advertisement
advertisement
কুণালের সংযোজন, ''মোদি বাংলায় ব্রিজ ভাঙাকে বলেছিলেন act of god। লজ্জা করে। মোদিদের ধারাবাহিক পাপের জন্য ঈশ্বরের অভিশাপ দেখল গুজরাত। বাংলার মানুষ মারা গিয়েছেন। অন্য রাজ্যের মানুষও মারা গিয়েছেন। মোদির যাওয়া দয়া করা নাকি? ওঁর যদি ৫৬ ইঞ্চি ছাতি হয়, তাহলে গুজরাতের মাটিতে দাঁড়িয়ে বাংলায় যা বলেছিলেন, সেটা বলবেন।''
advertisement
তৃণমূল মুখপাত্র প্রশ্ন তুলেছেন, ''দক্ষ, স্বীকৃত সংস্থাকে কেন দেওয়া হল না? কেন সিবিআই হবে না এবার? প্রশিক্ষণ প্রাপ্ত দিলীপ ঘোষের গুজরাত কী করল। গুজরাত নাকি একটা মডেল। বাংলার একজনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। মুখ্যমন্ত্রী নজর রাখছেন। প্রশাসনিক আধিকারিকরা গিয়েছিলেন। ওঁদের পরিবারের সাথে কথা হচ্ছে।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc: 'মোদির উপর অভিশাপ', পোস্তার স্মৃতি মনে করিয়ে মোরবি নিয়ে এবার পাল্টা আসরে তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement