Bengal BJP: দিল্লির বড় 'নির্দেশ', আপাতত স্থগিত হয়ে গেল মোদির সব বঙ্গ সফর! ভোটের আগেই কেন এমন নির্দেশ জানেন?
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: দিল্লির নির্দেশে আপাতত স্থগিত প্রধানমন্ত্রীর বঙ্গ সফর! কেন?
কলকাতা: বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক জনসভার কর্মসূচি স্থগিত। আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে ১০টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপির ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে। বিজেপি সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে সেই ১০টি বিভাগেই প্রধানমন্ত্রীর একটি করে প্রশাসনিক এবং জনসভার কর্মসূচি রাখা হবে স্থির হয়েছিল। সেইমতো গত মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জুলাইয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং গত অগাস্ট মাসে উত্তর ২৪ পরগনার দমদমে প্রশাসনিক সভা এবং জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত তা-ই বহাল থাকবে। ফলে আপাতত প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের ব্যস্ততা নেই রাজ্য বিজেপির। দলীয় সূত্রে খবর, চতুর্থ সভাটি হওয়ার কথা ছিল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। স্থির হয়েছিল, আগামী ২০ সেপ্টেম্বর সেই সভা হবে। কিন্তু মঙ্গলবারই দিল্লি থেকে রাজ্য বিজেপি নেতৃত্বকে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
দলীয় সূত্রেরই বক্তব্য, প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত হয়েছে। এখনও পুরোপুরি বাতিল হয়ে যায়নি। অর্থাৎ, ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলাতেও পারে। আপাতত সে দিকেই তাকিয়ে রাজ্য নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি। তবে এর আগেও শোনা গিয়েছে কোন নির্দিষ্ট ব্যক্তি নয় নেতা নয়, গোটা রাজ্যজুড়ে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদিকে সামনে রেখেই চলবে ভোট প্রচার। ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে দিয়ে গোটা দেশ জুড়ে ১০০ টির বেশি জনসভা করানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি।
advertisement
২০২৬-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে প্রত্যেকটি জেলাভিত্তিক সভা করার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে বঙ্গ বিজেপি। তবে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণেই আপাতত স্থগিত আগামী ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। তবে স্থগিত থাকলেও রাজনৈতিক জনসভা করার ক্ষেত্রে সিদ্ধান্ত বদল হয় কিনা সেটাই এখন দেখার। পাশাপাশি আগামী দিনে রাজনৈতিক জনসভার বদলে শুধুমাত্র সরকারি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী আসার জল্পনা রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 7:28 PM IST