Haldia Gate: সে কী! ভেঙে ফেলা হচ্ছে হলদিয়ার গর্ব 'হলদিয়া গেট'! বন্ধ থাকবে জাতীয় সড়ক! কেন ভেঙে ফেলা হচ্ছে জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Haldia Gate: ব্রজলালচক দিয়ে শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেটের ভেঙে ফেলা হচ্ছে।
1/5
জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে ভাঙা হচ্ছে হলদিয়া গেট! কিন্তু জানেন কি, কেন ভেঙে ফেলা হবে সুদৃশ্য হলদিয়া গেটটিকে? ব্রজলালচকে চলছে গেট ভাঙার কাজ। ভাঙা হচ্ছে হলদিয়া গেট। আজ তাই রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জাতীয় সড়কের ওই এলাকায় বন্ধ থাকবে সব রকম যান চলাচল।
জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রেখে ভাঙা হচ্ছে হলদিয়া গেট! কিন্তু জানেন কি, কেন ভেঙে ফেলা হবে সুদৃশ্য হলদিয়া গেটটিকে? ব্রজলালচকে চলছে গেট ভাঙার কাজ। ভাঙা হচ্ছে হলদিয়া গেট। আজ তাই রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জাতীয় সড়কের ওই এলাকায় বন্ধ থাকবে সব রকম যান চলাচল।
advertisement
2/5
ব্রজলালচক দিয়ে শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেটের ভেঙে ফেলা হচ্ছে। এ ব্যাপারে নোটিস দিয়ে ইতিমধ্যেই হলদিয়ার উন্নয়ন পর্ষদ জানিয়ে দিয়েছে, জাতীয় সড়কের ব্রজলালচকে লোহার কাঠামোর তৈরি গেটটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।
ব্রজলালচক দিয়ে শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেটের ভেঙে ফেলা হচ্ছে। এ ব্যাপারে নোটিস দিয়ে ইতিমধ্যেই হলদিয়ার উন্নয়ন পর্ষদ জানিয়ে দিয়েছে, জাতীয় সড়কের ব্রজলালচকে লোহার কাঠামোর তৈরি গেটটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে।
advertisement
3/5
সেই বেহাল গেট সংস্কারেই উদ্যোগী হয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ। যার জেরে ১০ ঘণ্টা জাতীয় সড়ক বন্ধ রাখা হবে বলে পর্ষদের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে ১১৬ জাতীয় সড়কের উপর নির্মিত হলদিয়া গেট সংস্কারের জন্য আজ ৩ সেপ্টেম্বর রাত্রি ৮টা থেকে ৪ সেপ্টেম্বর ভোর ছ-টা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকবে। মহিষাদলের কাপাসেড়িয়া থেকে ব্রজলালচক, জাতীয় সড়কের এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
সেই বেহাল গেট সংস্কারেই উদ্যোগী হয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ। যার জেরে ১০ ঘণ্টা জাতীয় সড়ক বন্ধ রাখা হবে বলে পর্ষদের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে ১১৬ জাতীয় সড়কের উপর নির্মিত হলদিয়া গেট সংস্কারের জন্য আজ ৩ সেপ্টেম্বর রাত্রি ৮টা থেকে ৪ সেপ্টেম্বর ভোর ছ-টা পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ থাকবে। মহিষাদলের কাপাসেড়িয়া থেকে ব্রজলালচক, জাতীয় সড়কের এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
advertisement
4/5
জানা গেছে, বিশেষজ্ঞ টিম গেটের
জানা গেছে, বিশেষজ্ঞ টিম গেটের "স্বাস্থ্য" পরীক্ষা করে জানিয়ে দিয়েছিলেন, গুরুত্বপূর্ণ রাস্তার ওপর তৈরি গেটটির অবস্থা ভাল নয়। যে কোনও সময় ভেঙে পড়তে পারে হলদিয়া গেট। সেই রিপোর্ট মেনেই প্রশাসনের এই সিদ্ধান্ত গ্রহণ। এবং সেই সিদ্ধান্ত মেনেই আজ রাত আটটায় শুরু হবে গেট ভাঙার কাজ।
advertisement
5/5
কয়েক মাস আগেই বিপজ্জনক ঘোষণা করা হয় এই কাঠামো। ২০১৩ সালে ২ কোটি টাকা খরচে ৩৪ টন ওজনের গেটটি স্থাপিত হয়েছিল। ১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে গেট সরানো হবে।
কয়েক মাস আগেই বিপজ্জনক ঘোষণা করা হয় এই কাঠামো। ২০১৩ সালে ২ কোটি টাকা খরচে ৩৪ টন ওজনের গেটটি স্থাপিত হয়েছিল। ১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে গেট সরানো হবে।
advertisement
advertisement
advertisement