Bengal BJP: 'একেবারেই সমর্থন করি না!' এবার দলের কোন নেতার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বঙ্গ বিজেপি? চাপে পড়ে শমীককে 'সমর্থন' শুভেন্দুরও?

Last Updated:

Bengal BJP: রাকেশের সঙ্গে দূরত্ব রাখছে বিজেপি! দল সমর্থন করে না হিংসাত্মক রাজনীতি, মত শমীক ভট্টাচার্যের।

অবস্থান জানালেন শমীক, সমর্থন শুভেন্দুর
অবস্থান জানালেন শমীক, সমর্থন শুভেন্দুর
কলকাতা: কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবনে হামলা, ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দলীয় নেতা রাকেশ সিংয়ের থেকে দূরত্ব রাখছে বঙ্গ বিজেপি। শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে তাণ্ডব চালিয়েছেন রাকেশ। রাহুল গান্ধি-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দিতে দেখা গিয়েছে রাকেশ ও তাঁর দলবলকে। গেরুয়া শিবিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাকেশ। তাই তাঁর পাশে বিজেপি নেতারা কেউই না দাঁড়ানোয় বঙ্গ বিজেপির কোন্দলও সামনে এসেছে। শুভেন্দুও কার্যত চাপে পড়ে এ প্রসঙ্গে রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব‌্যই সমর্থন করেছেন।
শমীক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ”কোনও রাজনৈতিক দলের পতাকায় আগুন লাগানোর ঘটনা বিজেপি সমর্থন করে না।” তাছাড়া, এটা পার্টির কোনও অনুমোদিত কর্মসূচি ছিল না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। যদিও তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে মঞ্চে দেখা গিয়েছে রাকেশকে। অন্যদিকে কংগ্রেস দফতরে রাকেশের নেতৃত্বে হামলা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব‌্য, ”রাকেশ বিজেপি সমর্থক। বিজেপির মেম্বারশিপ নিয়েছে। সে থাকতেই পারে। তবে এই ঘটনা নিয়ে আমাদের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য যা বলেছেন, সেই বক্তব‌্যই আমি সমর্থন করি। শমীকদা বলেছেন এটা দলের অনুমোদিত কর্মসূচি নয়।”
advertisement
advertisement
বিজেপি পার্টি ও নাম না করে রাহুল সিনহাকে নিশানা রাকেশ আবার ভিডিও বার্তায় শনিবার বলেছেন, ”আমাদের পার্টিতেও রাহুল ‘পাপ্পু’ নামে লোক আছে। তিনি বলছেন এটা কংগ্রেসের লড়াই। উনি লোকসভা ও বিধানসভা ভোটে আটবার হেরেছেন। উনি পার্টির কার্যকর্তাদের কেউ নন, তাই হারেন। আর আমাদের পার্টির অনেক নেতা আছেন, যারা খুশি হবেন আমি গ্রেফতার হলে।”
advertisement
এরপরই নিজের দল বিজেপিকে চ‌্যালেঞ্জ করে রাকেশ বলেন, ”যা করেছি, বুঝে করেছি, ঠিক করেছি।” পাশাপাশি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যকে ইতিমধ্যে খোলা চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। তবে সে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির জবাব, “শুভঙ্কর সরকার যাকে সমাজবিরোধী বলছেন, তিনি আগে কংগ্রেসের নেতা ছিলেন। পরবর্তী সময়ে দলবদল করে বিজেপিতে এসেছে। তাহলে তাকে কীভাবে সমাজবিরোধী সন্ত্রাসবাদী বলা যায়!”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: 'একেবারেই সমর্থন করি না!' এবার দলের কোন নেতার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বঙ্গ বিজেপি? চাপে পড়ে শমীককে 'সমর্থন' শুভেন্দুরও?
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement