Suvendu Adhikari | BJP: 'বঞ্চনা' বনাম 'দুর্নীতি'! মমতার বিরুদ্ধে শ্যামবাজারে ধর্নায় শুভেন্দু-সুকান্ত-দিলীপরা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। আজ, বুধবার এই কর্মসূচি শুরু হবে বেলা ১২টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ধর্না চলার কথা।
কলকাতা: 'বঞ্চনা' বনাম 'দুর্নীতি'! ঠিক যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার অম্বেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দুদিনের ধর্না-অবস্থান আন্দোলন শুরু করতে চলেছেন, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ, অনিয়ম সহ একাধিক অভিযোগে পাল্টা ধর্না অবস্থানে শুরু করতে চলেছেন সুকান্ত- শুভেন্দু- দিলীপ সহ পদ্ম শিবিরের অন্য নেতারা।
আজ, বুধবার শ্যামবাজারে বঙ্গ বিজেপির পক্ষ থেকে তৃণমূল সরকারের দুর্নীতির অভিযোগে অবস্থান আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবারই সরব হয়েছেন৷ অন্য়দিকে, শাসকদল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছেন বঙ্গের পদ্ম শিবিরের নেতারা।
আরও পড়ুন: রাজভবনে এবার জনসাধারণের প্রবেশের অনুমতি, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি
কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন থেকে শুরু করে কাটমানি৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা৷ এইধরনের নানান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন সুর সপ্তমে তুলতে চাইছেন শুভেন্দু- সুকান্ত- দিলীপরা।
advertisement
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার পাল্টা বঙ্গ বিজেপির আজকের শ্যামবাজারের কর্মসূচি আসলে মুখ্যমন্ত্রী তথা তাঁর দলকে চাপে রাখারই কৌশল। সব মিলিয়ে একদিকে মমতার ধর্না, অন্যদিকে অভিষেকের জনসভা এবং তার পাল্টা শুভেন্দু- সুকান্ত- দিলীপদের নেতৃত্বে বঙ্গ বিজেপির আন্দোলন কর্মসূচির৷ সবকিছু নিয়ে বুধবার যে সরগরম হবে রাজ্য রাজনীতি, তা বলাই যায়।
advertisement
আরও পড়ুন: সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে সম্মান, আজ থেকে শুরু ‘Rising India’ সামিট
রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না। আজ, বুধবার এই কর্মসূচি শুরু হবে বেলা ১২টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ধর্না চলার কথা। সূত্রের খবর, রাজ্যের একাধিক দফতরের মন্ত্রী, দলের সাংগঠনিক নেতৃত্ব সেখানে হাজির থাকবেন এই কর্মসূচিতে। অন্যদিকে, ব্লকে ব্লকেও এই ধর্না কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের দিকে মুখ করে বসবেন। ইতিমধ্যেই রেড রোডের উভয় প্রান্তেই ব্যারিকেড করা হচ্ছে। অন্যদিকে, ছাত্র-যুব সমাবেশ কার্যত ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 29, 2023 10:43 AM IST