'টিমওয়ার্ক'-এ ভরসা বনসলের! পঞ্চায়েত ভোট নিয়ে উত্তরবঙ্গ থেকে দিলেন 'কড়া' বার্তা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Sunil Bansal || Bengal BJP: আজই উত্তরবঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরলেন বনসল। তার আগে দিয়ে গেলেন কড়া বার্তা। শিলিগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বনসল। রবিবার থেকে উত্তরবঙ্গে তিন দিনের সাংগঠনিক বৈঠক শেষ করে মঙ্গলবার দিল্লি ফিরলেন বনসল।
#শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফর থেকে কড়া বার্তা এবার গেরুয়া শিবিরের বনসলের। বিশেষ কোনও ব্যক্তির উপর নির্ভর করে নয়, 'টিমওয়ার্ক' করেই পঞ্চায়েত ভোটে লড়তে হবে। স্পষ্ট বার্তা দিলেন বিজেপির কেন্দীয় পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ কমিটি তৈরি না হওয়া নিয়ে 'ক্ষুব্ধ' বনসল।
অবিলম্বে বুথ কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন বনসল বলে বিজেপি সূত্রের খবর। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সুকান্ত মজুমদার -শুভেন্দু অধিকারী জুটিকে মুখ করেই পঞ্চায়েত ভোটের লড়াই চালাতে হবে। কড়া বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষকের।
আরও পড়ুন : 'আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাব..., কিন্তু কাউকে কাটমানি খেতে দেব না' বার্তা দিলেন মন্ত্রী
advertisement
আজই উত্তরবঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরলেন বনসল। তার আগে দিয়ে গেলেন কড়া বার্তা। শিলিগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বনসল। রবিবার থেকে উত্তরবঙ্গে তিন দিনের সাংগঠনিক বৈঠক শেষ করে মঙ্গলবার দিল্লি ফিরলেন বনসল। দলের হাল হকিকত খতিয়ে দেখতে রাজ্য সফরে বেরিয়েছেন বনসল , উত্তরবঙ্গ দিয়ে শুরু, ধাপে ধাপে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও সফর করবেন বনসল বলে পদ্ম শিবির সূত্রের খবর।
advertisement
পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতৃত্ব মনে করছে, দক্ষিণবঙ্গর থেকে উত্তরবঙ্গে তাদের সংগঠন বেশি শক্তিশালী। তাই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল টানা তিন দিন উত্তরবঙ্গ দিয়ে পঞ্চায়েত প্রস্তুতি বৈঠক সফর শুরু করলেন। শিলিগুড়ি, মালদহ এবং উত্তর দিনাজপুরে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বনসল। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিন দিন ধরে দফায় দফায় সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উত্তরবঙ্গের সাংসদ বিধায়করাও হাজির ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 12:06 AM IST