'আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাব..., কিন্তু কাউকে কাটমানি খেতে দেব না' বার্তা দিলেন মন্ত্রী

Last Updated:

মেমারির বড় পলাশন ২ অঞ্চলে জন সংযোগ যাত্রাতে বক্তব্য রাখার সময় আজ এমনই মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
#বর্ধমান: "দলের নেতারা কেউ কাটমানি খাবেন না। চাঁদা তুলব, বলে তুলব। আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি বানিয়ে খাব। কিন্তু কাউকে কাটমানি খেতে দেব না।' মেমারির বড় পলাশন ২ অঞ্চলে জন সংযোগ যাত্রাতে বক্তব্য রাখার সময় আজ এমনই মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
তিনি বলেন,প্রায় ২০- ২১ বছর পর এখানকার ব্লক সভাপতি পরিবর্তন হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। হরিসাধন ঘোষ অত্যন্ত সাধারণ ঘরের ছেলে। পুকুরে মাছ চাষ করে। এইরকম সাধারণ মানুষ সভাপতি হলে মানুষের সঙ্গে আদান-প্রদান টা বেশি বাড়বে। হরিসাধনের চলার পথে কোন ভুল হলে আমাকে বলবেন। আমি কোনও ভুল করলে সেটাও আমাকে বলবেন। আজ সন্ধ্যায় ব্লক কমিটির গঠন হওয়ার বিষয়ে আলোচনা হবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেকে সম্মান পাবেন। প্রায় তিন ভাগের একভাগ মহিলা সম্মানিত হবেন। আমরা আদিবাসী মা-বোনদেরকে ব্লক কমিটিতে আনবো। অনেক কর্মী বসে গেছে তাদের আমরা সম্মান দেব।"
advertisement
advertisement
তিনি বলেন, "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ প্রতীক্ষায় তৈরি করেছেন। ৭২ টি প্রকল্প সরকার দিয়েছে প্রতিটি মানুষের জন্য। আমি অনুরোধ জানাবো বিশেষভাবে অনগ্রসর সম্প্রদায়ের মা বোনেদের ভাইদের কাছে, কী পাননি আপনারা বলুন। কী করতে হবে আপনাদের জন্য তা আমাদের বলুন। যে চেয়ারে বসবো তার পাশের আদিবাসীদের জন্য ছেড়ে দেব এই কথা দিয়ে যাচ্ছি। কোন ধরনের বিদ্বেষ হিংসা হবে না এটাও কিন্তু আমরা বলে যাচ্ছি।"
advertisement
এরপরই তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। বলেন, "নেতারা কেউ কাটমানি খাবেন না। আমরা চাঁদা তুলবো।বলে তুলবো আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি ভাত খাব। কিন্তু কাটমানি খেতে কাউকে আমি দেব না। আজ পর্যন্ত কেউ বলবেন না কারও কাছে আমি চার পয়সা চেয়েছি। আপনারাও দেননি আমিও চাইনি। তবে আলু পেঁয়াজ একটু লাগবে।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'আলু পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাব..., কিন্তু কাউকে কাটমানি খেতে দেব না' বার্তা দিলেন মন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement