#কলকাতা: বেলেঘাটায় শিশু খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনি মায়ের সঙ্গে হরিয়ানার যুবকের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতিতেই কি খুন করা হয় শিশুকন্যাকে? অভিনব পথে জেরায় খুনের কথা স্বীকার মা সন্ধ্যা মালোর। শিশুকন্যার বাবার পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা হবে।বেলেঘাটায় মায়ের হাতে খুন শিশুকন্যা। কেন নিজের শিশুকে খুন করলেন মা? কীভাবে খুনের পরিকল্পনা করা হয়? জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানার যুবকের সঙ্গে মহিলার সম্পর্কের পরিণতিতেই কি খুন শিশুকন্যা? দুজনের মধ্যে কী সম্পর্ক? শিশুকন্যা খুনে হরিয়ানার ওই যুবকের কী আদৌ কোনও ভূমিকা আছে? এনিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে মৃত শিশুর বাবার পরিচয় জানতে শিশুর ডিএনএ পরীক্ষারও সিদ্ধান্ত হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beleghata Child murder, Child Brutally Killed, Extra Marital Affaire, Mother accused in Murder